বিডিআর বিদ্রোহের ‘গণবিচার’ নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের অভিযোগের সত্যতা যাচাইয়ে ‘গণতদন্ত কমিটির’ মাধ্যমে অথবা ‘বিচার বিভাগীয়’ তদন্তের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।
হিউম্যান রাইটস ওয়াচ মানবাধিকারের কথা বলবে এটা স্বাভাবিক। সবসময়ই বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হয়ে আসছে। শুধু বিডিআর দের বিচারের ক্ষেত্রে না অনেক ক্ষেত্রেই এটা ঘটে থাকে। কিন্তু বুঝলাম না, হিউম্যান রাইটস ওয়াচের এই প্রতিবেদনের পর বিএনপি কেন অসংখ্য সেনা অফিসার হত্যাকারী বিডিআর জওয়ানদের মানবাধিকারের বিষয়ে সচেতন হল? এতদিনে কি মানবাধিকার লঙ্ঘিত হয়নি? নাকি তারা হত্যাকারী বিডিআর জওয়ানদের পক্ষেই ছিল শুধু মাত্র তাদের পক্ষে বলার একটা কারন খুজছিল? হিউম্যান রাইটস ওয়াচ তাদের সেই সুযোগ করে দিয়েছে।
নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বুধবার এক প্রতিবেদনে বলে, বিডিআর বিদ্রোহে অভিযুক্তদের ‘গণ বিচার’ প্রক্রিয়ায় ‘গলদ’ রয়েছে। এ কারণে এই বিচার ‘এখনই’ স্থগিত করার আহ্বান জানায় তারা।
View this link
তাহলে প্রশ্ন থেকে যায় বিএনপিও কি এই বিচার স্থগিত করার পক্ষে? কিন্তু কেন?
হান্নান শাহ বলেন, ‘বিডিআর বিদ্রোহের বিচারপ্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রকাশিত প্রতিবেদন সরকার প্রত্যাখ্যান করেছে। কিন্তু আমি নিজের চোখে যা দেখেছি, তা সরকারের বক্তব্যের বিপরীত। কিছুদিন আগে আমি কাশিমপুর কারাগারে ছিলাম। সেখানে স্বচক্ষে দেখেছি, কীভাবে বিডিআর জওয়ানদের ডান্ডাবেড়ি পরিয়ে রাখা হয়েছে।’
View this link
ডান্ডাবেড়ি পরানো যদি মানবাধিকার লঙ্ঘন হয় তাহলে তো বেশিরভাগ আসামির ক্ষেত্রেই তো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিন্তু কেন বিডিআর জওয়ানদের বিষয় টাকে গুরুত্ব দেয়া হচ্ছে?
যেখানে হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) প্রতিবেদন প্রত্যাখ্যান করে এবার বর্ডার গার্ড বাংলাদেশও (বিজিবি) বলেছে, বিদ্রোহের ঘটনায় অভিযুক্তদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অবিবেচনাপ্রসূত, অযৌক্তিক ও উস্কানিমূলক।
View this link
তারা কি এই নির্মম-পাশবিক হত্যাকারী বিডিআর জওয়ানদের রক্ষা করতে চায়? কিন্তু কেন?
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১