দেশের অনেক স্থানে বন্যা পরিস্থিতি বিরাজ করছে। উত্তরে বানের পানি বাড়ছে। পানিতে লাশ ভেসে উঠছে। শুধুমাত্র কুড়িগ্রাম, গইবান্ধা ও সিরাজগঞ্জ এই তিন জেলায় প্রায় ২ লক্ষ মানুষ পানিবন্দি অবস্থায় আছে।
যাই হোক দেশ এখন প্রাকৃতিক দুর্যোগের মধ্যদিয়ে যাচ্ছে। আমাদের প্রিয় সামহোয়্যার ইন...ব্লগ বর্তমান পরিস্থিতির উপর এবং পরিস্থিতিতে ব্লগারদের করনীয় বিষয়ক কোন পোষ্ট কি স্টিকি করতে পারতো না? সামুর এমন আচরনে আমি সত্যিই মর্মাহত। অনেকেই এই বিষয়ে ভালো উদ্দ্যোগ নিয়েছে ও লিখেছে যেগুলো স্টিকি হতে পরতো।
শালার ছাগুর বাচ্চারা এখন কোথায় তোদের মানবতা? মায়ানমারে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহতের চেয়ে আমাদের দেশের বর্তমান প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যুর সংখ্যা অনেক বেশী। অথচ ব্লগে মানবতা নিয়ে তেমন কোন পোষ্ট নেই। রোহিঙ্গা ইস্যুতে তো ছাগু ও ছাগবান্ধবরা সত্য-মিথ্যা তথ্য দিয়ে ব্লগ কাপিয়ে দিয়েছিল। আজ ব্লগের সেই নিক গুলো কোথায়? দেশের এই অবস্থা নিয়ে এখন কয়টা পোষ্ট আসে? নাকি বাংলাদেশের মানুষের দুর্যোগের সময় ছাগুদের মানবিকতা কাজ করে না? কারন এই মানবিকতায় সাম্প্রদায়িক গন্ধ নাই। শালার ছাগুর বাচ্চারা মায়ানমার, ভারত, ফিলিস্তিন বিষয়ক মানবতায় ব্লগ-ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে মনবতার বন্যা বইয়ে দেয় অথচ আমাদের দেশের জনগনের মানবিক ইস্যুগুলোতে তাদের কোন কথা নেই। কারন মায়ানমার, ভারত, ফিলিস্তিন বিষয়ক ইস্যুতে তো সাম্প্রদয়িক গন্ধ আছে। এ বিষয় নিয়ে ধর্মীয় উস্কানি ছড়িয়ে দিয়ে রাজনীতি করা যাবে কিন্তু আমাদের দেশের হাজার হাজার মানুষ প্রাকৃতিক বিপর্যায়ে, না খেয়ে মারা গেলেও তাদের কিছু আসে যায় না। আসলে রোহিঙ্গা ইস্যুটা তাদের কাছে কোন মানবিক বিষয় ছিল না, আসলে পুরোটায় সাম্প্রদায়িক ছিল। সাম্প্রদায়িক বিষয়গুলোতে তারা রাজনীতির স্বার্থে সবসময় মানবিকতার প্রলেপ যুক্ত করে। তাদের জন্য শুধুই ঘৃনা।
বুঝলাম ছাগুরা চুপ, কারন মানবিকতাও তাদের কাছে সাম্প্রদায়িকতার মোড়কে আবদ্ধ বিষয়। কিন্তু সামু চুপ কেন?
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২