বর্তমান বাংলাদেশে জনপ্রিয় একটি নাম "গার্লফ্রেন্ড"। এবং এই গার্লফ্রেন্ডদের প্রিয় স্থান সমুহের মধ্যে চায়নিজ রেস্টুরেন্টে, KFC, পিৎজ্জাহাট অন্যতম। আগেকার দিনের গার্লফ্রেন্ডরা পার্কে কিংবা নদীর ধারে বসে একজন অন্যজনকে বাদাম খাওয়াতে দেখা যেত। আর বর্তমান গার্লফ্রেন্ডদের দেখা যায় হিজহুজভাবে পিৎজ্জা খেতে। বিল কিন্তু ঐ বয়ফ্রেন্ডের। বেচারা বয়ফ্রেন্ড! এক কাপ ব্লাক কফিতে জিহ্বা পুড়ে। পকেটের অবস্থা নাজেহাল। অাবার গার্লফ্রেন্ডকে বিদায় লগ্নে একটা Mb বাণ্ডিল দিতে হবে ইমোতে চ্যাটিং করার জন্য। যাকগে এসব কথা, তারাও পার্কে যায় বটে তবে একদম বেকায়দায় পড়ে।
এই তো এ বেলার কথা। কিছুক্ষন অাগে আমার কাছ থেকে এক ছোট ভাই গার্লফ্রেন্ডকে নিয়ে নব থিয়েটারে যাবে সেখান থেকে KFC যাবে বলে পাঁচশত টাকা ঋণ চাইল। আমি বললাম থিয়েটার শেষে রেস্টুরেন্টে পাঁচশত টাকায় হবেনা একহাজার নিয়ে যা। দাঁত কপাটি বের করতে করতে টাকাটা নিয়ে চলে গেল।
অতঃপর...
বলতে হচ্ছে "গার্লফ্রেন্ড" হচ্ছে দু'পা বিশিষ্টা বয়ফ্রেন্ডের রেস্টুরেন্টে পালিত এক অদ্ভুত প্রানী।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৯