বন্ধুত্বের সেতু বন্ধনটা পারিবারিক সম্পর্কের চেয়েও গভীর। আমার কাছে বন্ধুত্ব মানে এমন একটা চোখ, যে চোখ দিয়ে নিজেকে নতুন করে চেনা যায়। রাগ ঝগড়া, মান অভিমানের ভেতর একমুঠো গভীর ভালোবাসার বন্ধনের নাম বন্ধুত্ব। বন্ধুত্বের সংজ্ঞা হয়তো সবার কাছে এক নয়!
আমার জীবনের প্রত্যেকটা মুহুর্তে আমি একজন বন্ধু পেয়েছি। নিঃস্বার্থ বন্ধু। সে আমার জন্য অনেক কিছু করেছে। বিনিময়ে কিছুই অাশা রাখেনি। আমার বদমেজাজী, রাগ, দোষ জানা সত্যেও কখনও আমাকে ছেড়ে যায় নি। আমার যবানের তিক্ততা তাকে বহুবার কষ্ট দিয়েছে। তবু সে বিপরীত অনাক্রমণ করেনি। বরং তার যবানের মিষ্টতা দিয়ে আমাকে জয় করেছে।
সে আমার প্রাণ প্রিয় বন্ধু ফজলুল করিম। তার প্রতি অামার গভীর ভালোবাসা রইল। পাশাপাশি সর্বাঙ্গীণ মঙ্গল কামনা রইল।
আমাদের ছবি....
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৭