·একটা পুরুষের জীবনকে সুন্দর থেকে সুন্দরতম ও সুখের করতে হলে একজন দ্বীনদার রমনীর সংস্পর্শ ব্যতিরেকে সম্ভব নয়... কারণ নারী ছাড়া আমাদের পরিচয় মূল্যহীন।
আমি জন্ম নিলাম এই সুন্দর পৃথিবীতে। আমি সন্তান। গর্বিত সন্তান। কাউকে "মা" বলে ডাকার সুযোগ পেলাম। মাতৃত্বের নিবিড় ছোঁয়া পেলাম। নিঃস্বার্থ মমতা পেলাম। কেবল তুমি আছ বলে। তুমি নারী আমার মমতা ময়ী মা।
নির্ভয়ে নিজেকে প্রেমিক হিসেবে আত্ম প্রকাশে প্রয়াস পাই.. কেবল তোমার জন্য। তোমার জন্যেই হাজারো কবির হাজারো গল্প কবিতা উপন্যাসের জন্ম। কারণ তুমি আমার প্রেমিকা।
নিজেকে অাদর্শবান স্বামী হিসেবে প্রমান করতে ভালোলাগে কারণ তুমি আমার স্ত্রী। সকালে অফিস যাওয়ার পূর্বে যখন আমি নিজের পাগড়ি খুঁজে হয়রান হই তখন খোঁজার জন্য তোমাকেই কাছে পাই। কারণ তুমি আমার স্ত্রী। রাতের নির্জনতাকে ছাপিয়ে যখন প্রতিযোগের মোহে শিহরিত হই। অবশেষে যৌবনের উন্মাদনায় মুখে শীৎকার ফোটে। তখন তোমাকেই কাছে পাই। অথবা যখন প্রচন্ড জ্বরে প্রোকোপে জ্ঞান শূন্য হয়ে যাই। পানি ভর্তি হাতে আপন শিয়রে ছল ছল চোখে তোমাকেই পাই। কারণ তুমি আমার স্ত্রী। নিজেকে বাবার মর্যাদায় ফিরে পাই তাও তোমার জন্য কারণ তুমি আমার স্ত্রী।
আমি গর্বিত পুরুষ! আমি পূর্ণ। আমি ধন্য। আমার জীবনের পরতে পরতে রয়েছে নারীর মমতা স্নেহ ভালোবাসা। যা অনস্বীকার্য এক ধ্রুব সত্য।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৩