আমার কেন যেন মনে হয়, আমরা তথা হুজুরেরা আমাদের স্ত্রীদের বেশীই ভালোবেসে থাকি। এর কারণ আমরাদের দীর্ঘ একটা সময় পাড়ি দিতে হয় একজন নেককার স্ত্রীর স্বপ্ন দেখতে দেখতে। অপেক্ষা শেষে যখন আমরা কোনও মেয়ের সাথে পরিণয়সূত্রে আবদ্ধ হই তখন প্রাণ প্রিয় স্ত্রীকে মনে হয় জান্নাতি হুর! অথবা সোনার হরিন হাতে পাবার মত অবস্থা। যার ফলে নিজেকে একজন অাদর্শ স্বামী হিসেবে প্রকাশ করতে সচেষ্ট হই। তাই ভালোবাসা বাসিটা একটু বেশিই হতে থাকে। (অবশ্য আমি নিজে এখনও বিয়ে করিনি তবে স্বপ্নটা এমনই)
পক্ষান্তরে একজন ভার্সিটি পড়ুয়া ছেলেদের কাছে মেয়েরা কেমন তা নিশ্চিত করে বলতে পারবো না তবে সহজেই অনুমেয়। কারণ তাদের ছেলে বেলা থেকেই মেয়েদের কাছাকাছি বেড়ে ওঠা। আমি এটা বলছি না যে, তারা মেয়েদের সম্মান করতে জানেনা। তবে হলফ করে বলতে পারি তারা আমাদের মত করে মেয়েদের ভালোবাসতে পারবে না।
কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, অধিকাংশ মেয়েরা হজুরদের পছন্দ করেনা। এড়িয়ে চলে। গালমন্দ করে। যাঁরা এরূপ করে থাকেন তাঁদের প্রতি আমার অাহ্বান! ফিরে অাসুন নিজের দৃষ্টিকটুতা কমিয়ে সৃজনশীল চিত্তে বিবেচনা করুন। এবং নিজেকে এমন একজন পুরুষের জন্য তৈরী করুন ; যিনি আপনার ইহকাল ও পরকালে সফলতার দ্বার পর্যন্ত পৌঁছাতে পারে। অর্থাৎ জান্নাতের সর্বচ্চ আসনে সমাসীন করতে পারে। আর এমন সব পুরুষ থেকে নিজেকে নিরাপদ দূরত্বে অবস্থান করান ; যিনি অপনাকে নশ্বর এ দুনিয়াতে সাময়িক সাচ্ছন্দ দিয়ে পরপারের চিরস্থায়ী জীবনে জাহান্নামের ইন্ধনে পরিনত করবে।
হে আল্লাহ! আমাদের সকলকে কবুল করুন। আমীন ছুম্মা আমীন।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৯