ব্লগার সংলপ তাঁর ব্লগটির আয়ু ২ দিন ১৫ ঘন্টা অর্থাৎ সর্বমোট ৬৩ ঘন্টা সময়ের মধ্যে ৩১ পোষ্ট প্রকাশ করেছেন। গত ২/১ দিনে এমনটিও চোখে পড়েছে যে ১ম পাতায় তাঁর দুই বা ততোধিক পোষ্ট একই সময়ে শোভা পেয়েছে। যেহেতু ব্লগটি সার্বজনীন, এতে আমার বা অন্য কারো আপত্তি করার বিশেষ কোন কারণ নেই।
ব্লগার পরিসংখ্যান
* পোস্ট করেছেন: ৩১টি
* মন্তব্য করেছেন: ১৩টি
* মন্তব্য পেয়েছেন: ৩২টি
* ব্লগ লিখছেন: ২ দিন ১৫ ঘন্টা
* ব্লগটি মোট ১০৩৯ বার দেখা হয়েছে
আমার বলার বিষয় হলো, তাঁর অধিকাংশ ব্লগ ইসলাম বিষয়ক। আর সে কারণেই মনে হয়েছে, তাঁর উদ্দেশ্যে দু'টি কথা একজন মুসলমান ও ধর্মানুরাগী হিসেবে বলা কর্তব্য।
"Excess of anything is bad. " --- এ কথা সকল ক্ষেত্রেই প্রযোজ্য। ইসলাম তথা কোরান ও সুন্নাহও আমাদেরকে নানাভাবে পরিমিতিবোধের শিক্ষা দেয়। এমনকি যোগ্য ইমামগণ নামাজের কেরাত পড়ার ক্ষেত্রেও মুসল্লীদের ধৈর্যচ্যুতির সম্ভাবনাকে বিবেচনায় রাখেন।
ব্লগার সংলপকে তাঁর একটি পোষ্টে আমি ব্যক্তিগতভাবে পরামর্শ দিয়েছিলাম, তাঁর এমন ইসলামিক পোষ্টগুলো আরেকটু ধীরে ধীরে প্রকাশ করতে, যাতে ব্লগারদের বিরক্তি উৎপাদিত না হয়। এখনো তাঁকে সবিণয়ে বিবেচনা করতে অনুরোধ করছি যে এতো সুন্দর ইসলামিক বিষয়গুলো শুধুমাত্র ঘন ঘন প্রকাশের কারণে যদি ব্লগারদের বিরক্তির কারণ হয়, তাহলে পরোক্ষভাবে আপনার দ্বারা ইসলামের ক্ষতি করা হয়ে যায় নাকি?
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০০৮ বিকাল ৩:৪৩