পাঠক ভাই-বোনেরা, নিচের কৌতুকটি মনোযোগ সহকারে পড়ুন, আর মশা-মাছির দিকে নজর রেখে প্রান খুলে হাসুন। বিশেষজ্ঞদের মতে প্রান-খোলা হাসি মানসিক স্বাস্থের জন্য টনিকস্বরূপ।
কৌতুক নং- ০৬
বাংলাদেশের এক চাপাবাজ বিদেশে আরেক চাপাবাজের মুখোমুখি।
বিদেশী : আমাদের দেশে ট্রেনে চড়লে বাইরে তাকালে মাইল-পোষ্টগুলোকে চিরুনির দাঁড়ার মতো ঘণ চোখে পড়ে, এতো দ্রুত চলে আমাদেশে ট্রেনগুলো।
বাংলাদেশী : কি জানি ভাই, তোমাদের ট্রেনে আমি চড়িনি। তবে আমাদের ট্রেন সম্পর্কে একটু ধারণা দেই। একবার একলোক আমাদের টঙ্গী স্টেশন থেকে তাও লোকাল ট্রেনে চড়েছেন, ঢাকা যাবেন। ট্রেন ছাড়ার মুহূর্তে তিনি চাইলেন মাথা বের করে জানালার বাইরে দাঁড়ানো বৌয়ের গালে একটা চুমো দিতে। আর পড়বি পড় ভদ্রলোকের ঐ চুমো গিয়ে পড়লো কমলাপুর স্টেশনের রেলওয়ে-গার্ডের গালে।
বিদেশী : এটা কিভাবে ঘটলো?
বাংলাদেশী : আরে ভাই, ইতিমধ্যে ট্রেন ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছে গেছে যে।
শুনে তো বিদেশী চাপাবাজ থ।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:২৪