পাঠক ভাই-বোনেরা, নিচের কৌতুকটি মনোযোগ সহকারে পড়ুন, আর মশা-মাছির দিকে নজর রেখে প্রান খুলে হাসুন। বিশেষজ্ঞদের মতে প্রান-খোলা হাসি মানসিক স্বাস্থের জন্য টনিকস্বরূপ।
কৌতুক নং- ০৪
শিক্ষক : অপু, মনে কর, তোমাকে তিনটে আপেল দেয়া হল। তুমি একটা খাওয়ার পর তোমার কাছে কয়টা আপেল থাকবে?
অপু : তিনটে, স্যার।
শিক্ষক : তিনটে আপেল থেকে একটা খেয়ে ফেলার পরও তিনটেই থাকবে! তা কিভাবে?
অপু : অবশ্যই স্যার, দু'টো বাইরে, একটা ভিতরে।