পাঠক ভাই-বোনেরা, নিচের কৌতুকটি মনোযোগ সহকারে পড়ুন, আর মশা-মাছির দিকে নজর রেখে প্রান খুলে হাসুন। বিশেষজ্ঞদের মতে প্রান-খোলা হাসি মানসিক স্বাস্থের জন্য টনিকস্বরূপ।
কৌতুক নং- ০৩
এক বন্ধুর স্ত্রীর মৃতু্যর সংবাদ শুনে অন্য এক বন্ধু সান্তনা দিতে ছুটে এসেছে।
স্ত্রী-হারা বন্ধু : দোস্ত, বৌ মারা যাওয়াতে আমি সত্যিকার এতিম হয়ে গেলাম।
অন্য বন্ধু : দোস্ত, এখন এতো ভেঙ্গে পড়ছো কেন? আর তুমি তো তোমার বাবা-মাকে হারিয়ে আরো আগেই এতিম হয়েছো।
স্ত্রী-হারা বন্ধু : নাহ্ দোস্ত, আগে এতিম হলেও বুঝতে পারিনি, কিন্তু এখন এতিম হওয়াটা বুঝতে পারছি।
অন্য বন্ধু : তা কিভাবে দোস্ত?
স্ত্রী-হারা বন্ধু : বাবা মারা যাওয়ার পর সকল চাচা-জেঠা এসে সান্তনা দিয়েছেন, "তোমার বাবা নেই তো কি হয়েছে? বাবার মতোই আমরা তো আছি।" মা মারা যাওয়ার পর চাচী-জেঠীরা একই রকম কথা বলে সান্তনা দিয়েছেন। কিন্তু দোস্ত, বৌ মারা যাওয়ার পর কেউ এমন সান্তনা দেয়নি যে, "বৌয়ের মতো আমরা তো আছি।" এবার আমি সত্যিকারের এতিম হয়ে গেছিরে দোস্ত!