সামুতে এখন ১ লক্ষ ব্লগার বা তার থেকেও হয়ত ছাড়িয়ে গিয়েছে। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগারদের সাথে আমাদের পরিচয় হচ্ছে। ব্লগে অনেকেই আসেন তার নিজস্ব নিক নিয়ে। আবার কেউ কেউ নিজস্ব নিক ছাড়াও মাল্টি নিক নিয়েও আসেন ব্লগিং করতে। আর ছাইয়া নিকের কথা তো বাদই দিলাম। বাহারি সব নিক। কোন কোন নিক দেখে আমরা মজা পাই, আবার কোন কোন নিক দেখে আমরা ভেবে পাই না এই নিক দেয়ার পিছনে কি রহস্য।
সে যাই হোক, এইবার আসুন জেনে নেই সামুতে ভবিষ্যতে আর কি কি নিক দেখা যেতে পারে এই প্রসঙ্গে।
১। প্রেম তুমি যেন মরীচিকা!
২। চুইঙ্গাম এবং চকলেট
৩। গরুর মাংশের ভুনা
৪। খিচুরি উইথ ডিম
৫। ডিম খাওয়া আজ থেকে বন্ধ

৬। ডিম্ব থেরাপী
৭। কাঠাল পাতা খাওয়ার প্রস্তুতি

৮। মোশনলেস
৯। ১ টি ঝুড়ি
১০। কলা আর মুড়ি
১১। আংকুল

১২। গরু নম্বর ১
১৩। বিবাহিত কিন্তু সিঙ্গেল

১৪। গোপন ক্যামেরায় তুমি আর আমি
১৫। কুদ্দুস আমার কাছে আইসো না
১৬। ফটকা মাইয়া

১৭। খালি কামড়ায়
১৮। তর বউ এখন আমার প্রেমিকা

১৯। বিলাই লাগবো বাসর রাইতে

২০। ভাল হইতে পয়সা লাগে না
২১। হিমুর হলুদ পাঞ্জাবী আর আমার ময়লা গেঞ্জি
২২। আমার বউ যখন বুড়ি
এরকম আরো অনেক রকম নিক হতে পারে। যা বলে শেষ করা যাবে না। কিন্তু এখানে আমাকে শেষ করতে হইবেক। তাই বিদায়।
বিঃদ্রঃ কারো নিকের সাথে মিলিয়া গেলে তা নিতান্তই কাকতালমাত্র। একটি এম ১৫৪ ধারা পরিবেশনা।