আমার ব্লগ জীবন থেকে আত্মহত্যা করার সময় হলো? : ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত
৯:৪২
ব্লগে আসার সখ মিটে গেলো মনে হয়! ব্লগ জীবন থেকে আত্মহত্যা করাটাই আমার জন্য
ভালো হবে! অনেক ব্লগারে মুল্যবান সময় নষ্ট হবে না! উনাদেরকে প্রতিদিন দুই চারটা
পোস্ট, কিছু কমেন্ট করতে হয় আমাকে ব্যাঙ্গ-বিদ্রুপ করে, গালি দিয়ে, মিথ্যা
দোষারোপ করে কিংবা কারো বিরুদ্ধে উস্কানী দিয়ে ঝগড়া লাগিয়ে দেবার জন্য! নতুন
নিক দেখলেই তাদেরকে বলতে হয় ওটা সারওয়ার চৌধুরীর নিক! বিশেষ করে ইদানিং আমার
নামকে বিকৃত করে আমাকে ইন্ডিকেট করে যা তা বলা হচ্ছে। আর আমি এর জবাবে কিছু
বলতে গেলেও দেখা যায় কেউ বলেন, 'আপনি এতো অস্থির হচ্ছেন কেন?' তার মানে, আমাকে
যার যা খুশি বলুক আমি প্রতিবাদ বা প্রত্যুত্তরও দিতে পারবো না। বড়ই আজব এই
ভার্চুয়াল জগত!!!
ছয় মাস হয়েছে এই ব্লগে। লিখেছি বিভিন্ন বিষয়ে। কিন্তু কেউ বলতে পারবে না আগে
গায়ে পড়ে কাউকে আক্রমণ করে কোনো পোস্ট মন্তব্য করেছি বলে। আমি আমার বোধ জ্ঞান
অনুসারেই কথা বলে আসছিলাম। যখন দেখলাম বিশ্রীভাবে আমাকে অপমান করা হচ্ছে, তখন
কখনো কখনো প্রত্যাঘাত করতে বাধ্য হয়েছি। শুরু থেকেই ব্লগীয় রাজনীতির কোনো পক্ষে
না যাওয়ার কারণে আমার বক্তব্যকে ম্যানিপুলেট, অতিরঞ্জন, আমি যা মিন করি নি তা
তুলে ধরে, আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার অপপ্রয়াস চালানো হচ্ছে। কেউ তো ধরেই
নিতে পারে 'যা কিছু রটে তার কিছু সত্য বটে।'
আমার অপরাধটা কি????
আমার কথা পছন্দ না-হলো বলে আমার গলা টিপে ধরতে হবে? কতিপয় ব্লগারের আচরণ গলা
টিপে ধরার মতোই। কতিপয়ের মনমানসিকতাই এরকম যে, তারা যেনো বলতে চান, আমাদের সাথে
না থাকলে জ্বালাতন অপপ্রচার করবোই। *বিস্ময়করভাবে দেখলাম, যারা এখানে মুক্ত
চিন্তার কথা বলেন, জগতে বিভেদের মুলে ধর্ম বলে চমতকার সব কথামালা সাজান, এই
গোত্রীয় কিছু ব্লগার আমার বিরুদ্ধে কুত্সা রটান, যা খুশি তা বলে বেড়ান।*
ভীষণ বিরক্ত হয়ে এই লেখাটা লিখলাম এই জন্য যে, ব্লগার মনিটর, হাসিব, এম এ
হামিদ=সালিশদার, মুরুব্বি প্রমূখের ইশারাশ্রিত মন্তব্য পোস্ট আমার প্রতি তীব্র
বিদ্বেষ ছড়াচ্ছে!! গতকাল মত্সকন্যা নামের একটা নিককে বলা হয়েছে আমার নিক। আজ
বিকেলে আহমেদুর রাশীদ নামে একটা নতুন নিকের পোস্টে মনিটর আমাকেই ইন্ডিকেট করে
বিকৃতভাবে নাম লিখে গালি দিয়ে মন্তব্য করেছে। ওখানে শুদ্ধস্বর সম্পাদক আহমেদুর
রশীদও মন্তব্য করেছেন। ব্যাপারটা হলো মনিটর ওখানে মন্তব্যটার মাধ্যমে যে কাজটি
করতে চেয়েছেন তা হলো, শুদ্ধস্বর সম্পাদক যাতে মনে করেন, আমি তার নাম একটু
পরিবর্তন করে নতুন নিক নিয়ে এসেছি তাকে বা কাউকে জ্বালাতন করার জন্য। অথচ ওই
নতুন নিক সম্পর্কে আমি কিছুই জানি না। *(মনিটর বলেছেন: এইটা মনে হয় ছালু চৌদরির
কাম। হালা খবিশ )*
প্রশ্ন হলো, নাম বিকৃত করে উল্লেখ করে, নিজেকে আড়াল করার প্রয়াস নিয়ে অন্যকে
অপদস্ত করা থেকে ব্লগাররা কিভাবে মুক্তি পাবেন? বিকৃতভাবে উল্লেখ করলেও অনেকে
ঠিকই বুঝে যান কাকে বলা হয়েছে।
আমাকে ইন্ডিকেট করে কেউ লিখে সারু, কেউ ছালু, কেউ সালোয়ার ইত্যাদি ইত্যাদি!
কেন?? কেন??