একসময় যে কলমে ঝড় উঠতো সেটা নীরব। যে কী বোর্ডে আমরা জানতাম গোলাম আজম কেন মহান নেতা ছিলেন তা আজ নীরব। যে কি বোর্ড আমাদের মাওলানা মওদুদি নিয়ে ওয়াজ করত তা নীরব।
আস্তমেয়ে কি আর লিখবেন না?
১৯৭১ সনে স্বাধিনতা সময়ে মুসলমানরা যে ভুল করেছেন সে সময়ে আতমেয়ের লেখার একটি অংশ
আমাদের দেশীয় বুদ্ধিজীবিদের একপেশে ইতিহাস জ্ঞান (আর ফলশ্রুতিতে ভুল প্রশ্ন করার ফলে) আমাদের দেশে 'ধর্ম আর রাষ্ট্র' কথাটা একটা অচ্ছ্যুত শব্দ। নোংরামি। অশ্লীল। এই ধারণাটা স্বাধীনতা পূর্ব ইতিহাস ঘাটলেও পাওয়া যাবে। স্বাধীনতার সময়ে রাজনীতি সচেতন মুসলিমরা নিজেদের সীমাবদ্ধতার কারণে যেই ভুল করেছেন, তার জেরও বইতে হবে আমাদের প্রজন্মকে। সাধারণ মানুষের কাছে রাজনীতি আর ধর্ম হয়ে গেলো আরও হাজার গুণে স্টিগমাটাইজড আইডিয়া।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:৩৬