ত্রিভুজ ভাই ব্লগে একজন কিংবদন্তি। বাংলা ব্লগের জনপ্রিয়তা এবং বাংলা ব্লগে ইসলাম কে ধরে রাখার জন্য ত্রিভুজ ভাইর কোন তুলনা নেই। ত্রিভুজ ভাই এ যুগের এ ব্লগের সালাউদ্দিন।
ত্রিভুজ ভাইর এহেন জনপ্রিয়তা ইর্ষান্বিত হয়ে একদল লোক ত্রিভুজ ভাইকে ব্লগ থেকে তাড়ানোর জন্য ষড়যন্ত্র করে যায়। যদিও সাধারন ব্লগার রা এ ষড়যন্ত্রে ছিলেন না কিন্তু তাদের প্রাসাদ যড়যন্ত্র সফল হয়। ত্রিভুজ ভাই ৩১ শে জানুয়ারী ২০০৭ এ ব্লগ ছেড়ে চলে যান। সেই কষ্ট পুর্ন দিনের পোষ্ট টি একানে দিলাম।
সেই বেদনা বিধুর দিনে পুরা ব্লগ থমকে দাড়িয়েচিল। আগামী ৭ দিন শোক দিবস পালনের অনুরোধ জানাই
Click This Link
গত কয়েকদিন বেশ ব্যাস্ত ছিলাম। মোবাইল হতে শুধু ইয়াহু ম্যাসেঞ্জারে লগইন করে দরকারী ম্যাসেজ আদান প্রদান করতাম।
আজকে হটাৎ এক ছোট ভাই ফোন করে বললো, 'ভাইয়া, আপনাকে নিয়ে ব্লগে কি হচ্ছে দেখে যান।'
ব্যাপারটা আমার কাছে নতুন কিছু নয়.. কিছু পাবলিক আমি মরে গেলেও আমাকে নিয়ে নোংরা পোষ্ট দিতে ছাড়বে না বলেই আমার ধারানা। 'কাজের সময় ফালতু কল করবি না।' বলেই রেখে দিতে চাচ্ছিলাম। এমন সময় বললো, 'ভাইয়া আমি সেসবের প্রতিবাদ করেছি, তাই আমাকে ব্যান করেছে সামহোয়্যারইন কতৃপক্ষ।'
আমার ঠিক বিশ্বাস হলো না। সময় করে ঢুকলাম নেটে। মেইল থেকে পোষ্টগুলো পড়লাম। অমি রহমান পিয়াল (যিনি বরাবরই কেন যেন আমাকে নিয়ে নোংরা সব কথা ও পোষ্ট দিয়ে থাকেন) একটি পোষ্ট দিয়েছেন যার 'লেখাটি কি নিয়ে'র ঘরে লেখা "ত্রিভুজ রামছাগল"। বুঝলাম না কেন আমাকে এভাবে হটাৎ আক্রমন করলেন। তার পরের কয়েকটি পোষ্ট পড়ার পর আমার মেজাজ হয়ে গেল খারাপ। আমার সেই ছোট ভাইটি একটু বেশী চালাকি (হয়তো তা আমার প্রতি তার ভালবাসার প্রকাশ) করে নিক রেজি: করলো [লিংক=যঃঃঢ়://িি.িংড়সবযিবৎবরহনষড়ম.হবঃ/ড়সরপযধমড়ষনষড়ম][গাঢ়]অ:র:পি: রামছাগল[/গাঢ়][/লিংক]। ফোন করে দিলাম ঝাড়ি, 'এসব কি? অ:র:পি: রামছাগল নিক নিয়েছিস কেন? অ:র:পি ও তার বন্ধুরা আমাকে এরচেয়েও খারাপ কথা বলেছে। তাদেরই এক বন্ধু নিক রেজি: করেছে [গাঢ়]ত্রিভুজ রামছাগল[/গাঢ়] এবং তার সেই নিক নিয়ে পোষ্ট দিয়েছে এবং অন্যান্নরা সেখানে গিয়ে উল্লাস প্রকাশ করেছে। কতৃপক্ষ কিছুই বলেনি। এমনকি নিকটা ব্যানও করেনি। আমিও তো পারতাম এরকম তাদের নামের সাথে ছাগল দিয়ে নিক নিতে। আমি যেটা এতদিন থেকেও করলাম না, সেই কাজ তুই করতে গেলি কেন?'
ছোট ভাইটি 'স্যরি' বলে ফোন রেখে দিল।
আস্তে আস্তে বাকী পোষ্টগুলোও নজরে আসলো। কৌশিক নামের জনৈক ব্লগার যাকে আমার ঠিক বিপরীত বিশ্বাসে বিশ্বাসী হবার পরও অনেক ভদ্র ও বিবেকবান হিসেবে শ্রদ্ধা করতাম,