গতকাল ব্লগে দুই বছর পূর্ন করলাম। কিছুই না জেনে হটাৎ করেই ব্লগে জয়েন করে ব্লগ, রাজনীতি, ছাগু, ভাদা, আস্তিক, নাস্তিক, ড্রাফট, সিন্ডিকেট, ব্যান, সেফ, জেনারেল, স্ক্রীনশট, চুশীল, সিটিএন আরো অনেক অনেক কিছুই শিখলাম। ৩২ বছরের জীবনে ৩০ বছরে যতটুকু শিখেছি, গত ২ বছরে তারচেয়ে ঢের বেশী শিখেছি। মাঝে মাঝে মনে হয় ব্লগে না এলে জীবনটাই অপূর্ন থেকে যেত। এই শিক্ষা আমার প্রাত্যাহিক জীবনে অনেক কাজে দিচ্ছে।
ব্লগে আমার সবাই প্রিয়, শুধু ছাগু ভাদা বাদে। তাই নিদৃষ্ট করে কারো নাম উল্লেখ করলাম না। অনেক সুন্দর সুন্দর লেখা পড়ে আফসোস করি, ইস যদি এমন করে লিখতে পারতাম।
-------------------------------------------------------------------
প্রথম অংশে ড্রাগন ফ্লাইয়ের ছবি, তার পরে একটু বড় সাইজের পিপড়ার ছবি। পিপড়ার দাত দেখে কেউ ভয় পাইলে কিন্তু আমি দায়ী না। বাতাসের ও পিপড়ার নড়াচড়ার কারনে ঠিকমত ফোকাস হয় নাই।
১>
২>
৩>
৪>
৫>
৬>
৭>
৮>
৯>
১০>
১১>
১২>
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১২ রাত ৮:২৬