ওহ্, কতদিন পর পোষ্ট দিচ্ছি! অনেকদিন ধরে ছবি তোলার সুযোগ পাচ্ছিলাম না। বেশ কিছুদিন পর কয়েকটা ছবি তুলেছি। তার ওপর সম্প্রতি কিছু ম্যাক্রো করার চেষ্টা করছি। সব মিলিয়ে চলুন দেখা যাক কয়েকটি ছবি।
কাউকে যখন বলা হয় আপনার একটি ছবি তুলব, এটা বললেই শ্যাষ! কোনভাবেই তাকে আর ন্যাচারাল ভাবে ধারণ করা যাবে না, একটা অন্য রকমভাবে; কেমন যেন জড়োহয়ে হয়ে যায় সবাই। ওনাকে ছবি তোলা কথা বলার পর গোটাকতক প্রশ্নের জবাব দেওয়ার পর সম্মতি মিলল। কিন্তু ততক্ষণে উনি অলরেডি জড়োসড়ো। অনেক বলেও আর স্বভাবিক হলো না। নানান ভঙ্গিমায় ১০০ এর উপরে ছবি তোলার পর যখন হতাশ হলাম, তখন বললাম ছবি তোলা শ্যাষ। আপনি এবার আসতে পারেন। তখন উনি চলে যাচ্ছেন অনেকটাই স্বাভাবিক ভঙ্গিতেই। ভাবলাম এটাই সুযোগ, ক্লিক ক্লিক ক্লিক.......ফাইনাল এটা রেখেছি। তবে আমাকে দেখে মাথায় সেই যে কাপড় উঠল, সেটা আর নামল না।
হাওরে এই সময়টায় এক ব্যতিক্রমী দৃশ্য। সত্যিই ভাল লাগে।
অনেকদিন ধরে ইচ্ছা ছিল ম্যাক্রো ফটোগ্রাফির জন্য কিছু যন্ত্রপাতি কিনব। অর্ডার দিয়েছি কিছু, সবকিছু এখনো হাতে আসেনি। তবে এক্সটেনশন টিউব সেটটা হাতে পেয়েছি। ওটা নিয়ে আমার ৫০মি.মি. দিয়ে আপাতত এক্সপেরিমেন্ট চালাচ্ছি। অনেক ঝামেলার কাজ। বাকি যন্ত্রপাতিগুলো পেলে কিছুটা সুবিধা হবে। তাই বলে কি বসে থাকা যায়?
কাজ নেই তো খই ভাজ-১
কাজ নেই তো খই ভাজ-২
কাজ নেই তো খই ভাজ-৩
কাজ নেই তো খই ভাজ-৪
সব শেষে.......
এই ছবিটা যতবার চোখে পড়ে ততবারই মনেহয় ওকে এটা দিয়ে কাজটা ঠিক করিনি।
আমার ফ্লিকারে ছবিগুলো আরো বড় করে দেখতে পারেন।
পোষ্ট দেখার জন্য আপনাকে ধন্যবাদ।