পরিবার: OSPHRONEMIDAE
বৈজ্ঞানিক নাম: Colisa lalia (Hamilton, 1822)
ইংরেজি নাম: Dwarf gourami
স্থানীয় নামঃ লাল খলিশা, বৈচা, রাঙা খলিশা, চুচ্ড়া, ছাটা।
দেহ ডিম্বাকৃতি, বেশ চাপা। মুখ ছোট, উর্ধ্বাভিমুখী। ঘাড়ের উপর সামান্য খাঁজ থকে। পৃষ্ঠ ও বক্ষ পাখনা কণ্টকযুক্ত। পৃষ্ঠ ও পুচ্ছ পাখনার কোমল অংশের গোড়া আঁইশে আবৃত। পার্শ্বরেখা অসম্পূর্ণ। দেহ লালচে, ফ্যাকাসে নীল রংয়ের আড়াআড়ি তির্যক ডোরা থাকে। পুচ্ছ পাখনা গোলাকার, কখনো সামান্য খাঁজ থাকে। পাখনায় লালচে দাগ থাকে। এরা খাল, বিল, হাওর, বাঁওড় ও পুকুরে বাস করে।
ফটোঃ লেখক।