
আকাশ আর হাওরের মিতালী।

নদীর কূলে ফুটে আছে কাশফুল।

নদীর পাড় এর প্রস্থচ্ছেদ।

বরযাত্রী নৌকা।

একটি বিয়ে বাড়ীর গেট। একটু পরেই বর আসবে।

বৃক্ষাচ্ছাদিত একটি বাড়ি।

ঘরের আড়ায় ঝুলানো পাখির খাঁচা টি।

ভাল্লো বাশেঁর ঝাড়..

ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে....

মৎস্যজীবী এই কাকার জীবন জীবিকার গল্প শুনছিলাম তার কাছে...
"আগে কত মাছ আছিল....অহন তোমরা আর কিতা দ্যাখবা....."
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:৩২