অপর্যাপ্ত আক্সিজেন, সীমাহীন শ্বাস কষ্ট।
এটাই আমার বেঁচে থাকার প্রেরণা।
না, আমারা হাঁপানি হয়নি,
আমি নিউমোনিয়ায় আক্রান্তও নই।
এই যান্ত্রিক সমাজে-
আমি এক ছুটে চলা পথিক।
পথে পথে অর্থের সন্ধানই আমায় বাঁচিয়ে রেখেছে,
অপর্যাপ্ত অর্থে আমি শ্বাসকষ্টে ভুগি,
পাকস্থলী গরম হয়ে যায়,
অন্নের সন্ধান আমায় পথিক বানিয়েছে।
অন্নের সন্ধানই তাই আজ বেচে থাকার প্রেরণা।
অর্থই আজ অক্সিজেন।
বুক ভরে শ্বাস নেবার ইচ্ছাই আজ স্বপ্ন-আশা,
কিংবা বেদুইনের চোখে ভেসে ওঠা অর্থহীন মরীচিকা।।