ডিএসএলআর লইয়া কতজনে কতজনে কত রঙ্গীন পোষ্ট দেয়, সেই গুলি দেখতাম, পড়তাম আম মনে মনে ভাবতাম আহারে কবে নিজে একখানার দেখা পাইব।
অবশেষে...............................
লুলুপাগলাও একখানা ডিএসএলআরের মালিক হইলো। অনেকদিনের যে শখটা ছিল সেটা পূরণ হইল। (ব্যাপক আনন্দের ইমো হইবেক)
৩টা মডেল পছন্দের টপ লিষ্টে ছিল।
১। ক্যানন ৬০০ডি
২। ক্যানন ৫৫০ডি এবং
৩। নাইকন ডি৫১০০
বাজেটের হিসাব মিলাইতে গিয়া একটু হিম-সিম খাইতেছিলাম, তাই কেনাটাও মাস খানেক পিছাইয়া গেল। ক্যানন ৫৫০ডি এবং নাইকন ডি৫১০০ডি দাম প্রায় একই হওয়ার পরও মন টানতেছিল ক্যানন ৬০০ডির দিকে। কিন্তু শুধু ভেরিএঙ্গেল ডিসপ্লের জন্য ক্যানন ৬০০ডি দাম পুরা ১০,০০০/= বেশী। চিন্তা করলাম বাজেটে না কুলাইতে পারলে ক্যানন ৫৫০ডি বা নাইকন ডি৫১০০ টাই কিনব। এর মধ্যে দুই-এক জায়গা থেকে রিপোর্ট পাইলাম নাইকন ডি৫১০০ তে নাকি ইমেজ সেন্সর প্রবলেম হওয়ার রিপোর্ট পাওয়া যাচ্ছে যা চিন্তার বিষয়। কথা সত্যি হোক বা মিথ্যে হোক নাইকনের চিন্তা বাদ দিলাম। এখন চিন্তা ক্যানন ৬০০ডি না ৫৫০ ডি।
শেষ পর্যন্ত কিনলাম ক্যানন ৬০০ডি।
আমি এরমধ্যে কয়েক জায়গায় ফোন করে আর ক্লিকবিডি/সেল বাজার ঘেটে সম্ভাব্য আরো কিছু দাম জোগাড় করলাম। বাজেটের স্বল্পতার কারণে সেকেন্ডহ্যান্ডও কেনার চিন্তা করছিলাম বাট মুরব্বীরা কইল কিছু টাকা বেশী হলেও নতুন কিনা উচিৎ। তাই একমাস ধৈর্য্য ধইরা ফটোব্লেজ থেকে নগদ+ক্রেডিটকার্ড মিলাইয়া গত সপ্তাহে ৬৪ হাজার টাকা দিয়া ১৮-৫৫এমএম কিট ল্যান্স সহ ক্যানন ৬০০ডি ই কিনলাম। সাথে আরো ১৫০০ টাকা যোগ করে একটা ৮ জিবি ক্লাস ১০ মেমোরি কার্ডও নিলাম।
সব মিলাইয়া
ক্যামেরা- ৬৪,০০০/=
মেমরী কার্ড- ১৫০০/=
ইউভি ফিল্টার- ৫০০/=
ল্যান্স হুড- ৫০০/=
ট্রাইপড- ২,২০০/=
তাই একেবারে ফকির হইয়া গেছি।
বাসায় এসে ছবি তুলতে গিয়ে দেখি কমপেক্ট ক্যামেরা দিয়া আগে যা তুলতে পারতাম এখনতো তাও ভূলে গেছি। সুতরাং এখনও প্রাথমিক পর্যায়ে আছি। বিভিন্ন সেটিংস নেড়ে চেড়ে দেখছি। লেন্স, এপারচার আর আইএসও সেটিংস নিয়ে মহা ফাপড়ে আছি। যে ছবিই তুলতে যাই, যা উঠার কথা তার ধারে কাছেও যায় না। তারপরও আপনাদের জন্য কিছু ছবি দিলাম।
আমার গাছের আম। এখনো পাকে নাই, পাকলে জানামু।
কনতো এই দুইটা কি ফুল?
লুলুপাগলা (জুনিয়র)। মহা পাজি, এক মুহুর্ত স্থির থাকেনা।
এইটা কিছু হইল?
অবশেষে লুলুপাগলাও একখানা ডিএসএলআর এর দেখা পাইলো
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২০টি মন্তব্য ১২টি উত্তর
আলোচিত ব্লগ
কমলার জয়ের ক্ষীণ ১টা আলোক রেখা দেখা যাচ্ছে।
এই সপ্তাহের শুরুর দিকের জরীপে ৭টি স্যুইংষ্টেইটের ৫টাই ট্রাম্পের দিকে চলে গেছে; এখনো ট্রাম্পের দিকেই আছে; হিসেব মতো ট্রাম্প জয়ী হওয়ার কথা ছিলো। আজকে একটু পরিবর্তণ দেখা... ...বাকিটুকু পড়ুন
বিড়াল নিয়ে হাদিস কি বলে?
সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী
বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন