আবারো মহিনের ঘোড়াগুলি। আমার অত্যন্ত পছন্দের একটি গান তুলে দিলাম। আমার কোন একটা পোস্টও তাদের নিয়ে লিখেছিলাম। অসাধারণ অনেক গানের মাঝেই একটি,
মানুষ চেনা দায়
বাড়লে বয়স সবাই মানুষ হয় কি
শুনলে কথা মানুষ চেনা যায় কি
চেনা সহজ নয়,চিনতে লাগে ভয়
বলি তায়, মানুষ চেনা দায়।
হাত বাড়ালে বন্ধু পাওয়া যায় না
বাড়ালে হাত বন্ধু সবাই হয় না
পেরিয়ে অনেক পথ, নিলাম এই শপথ
আমি নয় শত্রু হবো তাই।
হাসলে পরে রসিক সবাই হয় কি
কান্না এলেই কাঁদতে পারা যায় কি
হাসি মিছে কান্না অনেক হলো আর না
মন খুলে হেসেই যাবো তাই।
ডাউনলোড করুন