সিগেরেট কেন ছাড়া যায় না
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আজকে বেশ কিছুক্ষণ গুগলে সিগেরেট নিয়ে ভালো হয় দিয়ে বিশাল সার্চ করলাম। সিগেরেটের পক্ষে আসলে কিছুই পেলাম না। বেশ আশ্চর্যই লাগলো। কিন্তু আমি সিগেরেট ছাড়া নিজে কিছুই ভাবতে পারিনা। সকাল হতেই সিগেরেটের চুমু ছাড়া কোন ভাবেই দিন শুরু হয়না।
সিগেরেট কেন ছাড়তে ছাড়তে ছাড়া হয় না,
১। আমি ধার্মিক টাইপ মানুষ না। তবে, নাস্তিকও নই। ধর্মের সব কথা পুরোপুরি মেনে চলি বলাটাও ভুল হবে। তবে, আশ্চর্য হলেও সত্য কোন ধর্মেই সিগেরেট খাওয়াকে সরাসরি মানা করা হয় নাই। মদ নিয়ে বিভিন্ন ধর্মে মাতামাতি থাকলেও সিগেরেট নিয়ে কোন কথাই নেই। তাহলে, সিগেরেট খাওয়া তো কোন পাপ নয়।
২। ইয়াবা খারাপ, মদ খারাপ, সিগেরেট খারাপ, ড্রাগকে না বলো ইত্যাদি সব কথা সবাইকে বলতে শুনা যায়। সরকারীভাবে মোটামোটি সব নেশা জাতীয় বস্তুকে ব্যান করা হলেও সিগেরেটকে কেন করা হয়নি?
৩। ফুসফুসসহ শরীরের বিভিন্ন ধরণের অংগ প্রতংগের ক্ষতির কারণ সিগেরেট, ডাক্তার রা বলে। তাহলে, কিছু কিছু ডাক্তারদের সিগেরেট খেতে দেখা যায় কেন?
৪। ক্যান্সারসহ বিভিন্ন রোগের কারণ হিসেবে সিগেরেটকে দায়ী করা হয়। তাহলে, কেন বলা হয়, ক্যান্সারের সুস্পষ্ট কারণ জানা যায় না?
৫। তাছাড়া, সকাল বেলায় সিগেরেট ছাড়া পেট পরিস্কারভাবে পরিস্কার করা যায় না। খাবার পরে, সিগেরেটের ধোঁয়া খাবারের রুচি বাড়ায়। হজমে সহায়তা করে। কম্পিউটারে কাজ করতে করতে যখন চোঁখ জ্বালা করে, তখন চায়ের বা কফির সংগে সিগেরেটের সুখ টানের মজাই আলাদা।
আমার বিয়ের এক বছরে বৌয়ের চোপা পেটানো শুনতে শুনতে কান্ত। "তুমি সিগেরেট না আমার মাথা খাও"। বিশ্বাস করুন, সেই সময়ে সিগেরেটের টেস্টাই ডিফরেন্ট লাগে। ছোট এই জীবনে সিগেরেটের চেয়ে এত বড়ো, সস্তা ও সম্মানীয় এন্টারটেইনমেন্ট আর কোথায় পাওয়া যায়। সিগেরেট জিন্দাবাদ।
৩৭টি মন্তব্য ৩১টি উত্তর


আলোচিত ব্লগ
নামাজের দায়ভার!
'নামাজ' - শব্দটা আমার মত বেশ কিছু মানুষের জন্য বেশ বিব্রতকর। কারন একজন মুসলিম হিসাবে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার যে বাধ্যবাধকতা রয়েছে তা অনেক সময় আমরা পালন করতে পারি... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে "রিফাইন্ড আওয়ামী লীগ": পুনর্বাসন নাকি নতুন ষড়যন্ত্র?
বাংলাদেশের রাজনীতি বর্তমানে এক অনিশ্চিত ক্রান্তিকাল অতিক্রম করছে। দীর্ঘদিনের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ গত ৫ আগস্টের গণআন্দোলনের মুখে ক্ষমতা হারিয়েছে, এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে। কিন্তু সাম্প্রতিক... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। দ্রুত বুড়িয়ে যাওয়া, মাথা ঘোরানো -----------------
মহাকাশে সময় কাটানো এবং পৃথিবীর অপরূপ দৃশ্য দেখা অনেকের কাছেই আজীবনের স্বপ্ন। তবে মানবদেহ শুধু পৃথিবীর মাধ্যাকর্ষণে কাজ করার জন্যই বিকশিত হয়েছে। তাই মহাকাশের শূন্য মাধ্যাকর্ষণে সময় কাটানোর পর... ...বাকিটুকু পড়ুন
আমার একটা ব্যক্তিগত সমুদ্র থাকলে ভালো হতো
আমি এসে বসছি
নরম বালুর উপর,
সামনে বিশাল সমুদ্র,
ঢেউগুলা আমারে কিছু একটা বলতে চাইতেছে,
কিন্তু আমি বুঝতে পারছি না।
আমার মাথার উপর বিশাল আকাশ,
আকাশের নিচে শুধু পানি আর পানি,
আমি একলা,
আমার সামনে সমুদ্রের একলা... ...বাকিটুকু পড়ুন
বসন্তের এই মাতাল সমীরণে... সাজাই এ ঘর ফুলে ফুলে ...
ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল
স্থলে জলে বনতলে লাগল যে দোল দ্বার খোল, দ্বার খোল....
বসন্তের আগমনে প্রকৃতিতে লাগে দোল। সাথে সাথে দোলা লাগে বুঝি আমাদের অন্তরেও। সে... ...বাকিটুকু পড়ুন