ওফ ওফ, গন্ধ গন্ধ।
না, এটা কোন সুগন্ধ বা কোন সুন্দর গন্ধ নয়। এটা আমি আপনি প্রতিদিনই এক্সপেরিয়েন্স করি। হয় আমরা মানুষের কাছ থেকে পাই অথবা আমরা নিজেরাই এটা ছড়িয়ে থাকি। এই গন্ধটা আমরা নিজেরাও আসলে বুঝিনা মাঝে মাঝে। সুতরাং আমরা সতর্কও থাকতে পারিনা এ বিষয়ে। অথচ এটা খুব স্পর্শকাতর এবং জরুরী বিষয়।
আমাদের খুব আপন মানুষেরা হয়ত কখনই আমাদের এ বিষয়ে কথা তোলেনা। তারা লজ্জায় বিষয়টা চেপে যায় অনেক সময়। আবার অনেক সময় আমাদেরকে অনেকেই সতর্ক করে এ বিষয়ে। তবুও মাঝে মাঝে দেখা যায় আমরা সতর্ক হই না অথবা হলেও সেটা বেশিদিন আমাদের মাথায় থাকেনা। বিষয়টা আমাদের পক্ষে বোঝা সম্ভব হয়না কারণ আমরা আমাদের মধ্যে থাকলে এ বিষয়টাকে ফিল করিনা। প্রতিটি মানুষের শরীরেই তার নিজস্ব একটি গন্ধ থাকে। যার জন্য সেটা ভাল না খারাপ তা বোঝা যায়না।
দেখুন তো এটা আপনাদের পরিচিত কিনা:
যখন এটা আমরা নিজেরা অণ্যের শরীর থেকে পাই তখন কিন্তু আমাদের এইভাবে থাকতে ইচ্ছে করে:
এবার বুঝলেন তো ঘটনাটা কি?
যা হোক, আসি অন্য বিষয়ে। আমি অনেককেই বলতে শুনেছি যারা মনে করেন তাদের শরীর থেকে কোন গন্ধ বের হয়না। বিষয়টা সম্পূর্ণরুপে ভুল। এ বিষয়ে উইকির এটা পড়লেই অনেকখানি পরিষ্কার হয়ে যাবে বিষয়টা কি।
আমিও একসময় মনে করতাম যে আমার শরীর থেকে দুর্গন্ধ বের হয়না। কিন্তু যখন অনেকেই আমাকে বলা শুরু করল যে আমি নাকি দুর্গন্ধ ছড়াই তখনই আমার হুঁশ ফিরল।
তো এই দুর্গন্ধ থেকে নিজে মুক্তি পাওয়ার চেয়ে আমি মনে করি মানুষের স্বার্থেই নিজেকে মুক্ত রাখা উচিৎ। বাসে উঠলে এক্কেবারে অবস্থা খারাপ হয়ে যাবার জোগাড়। বিশেষত: মাছওয়ালা, তরকারিওয়ালা এরা সবাই যখন বাসে ওঠে তখন মনে হয় একেবারে বমি করে দেই।
এ যন্ত্রণা থেকে আপনি আপনাকে দূরে রাখুন এবং অন্যদেরও স্বস্তি দিন।
ব্যবহার করতে পারেন ডিওডারেন্ট, বডি স্প্রে বা পারফিউম
১। ডিওডারেন্ট: এটা আপনার শরীরের দুর্গন্ধকে পুরোপুরি নিয়ন্ত্রণ করবে এবং ঘামের গন্ধকে বিনষ্ট করবে। অর্থাৎ আপনার শরীর ঘেমে গেলেও সেই গন্ধটা বাহিরে আসবেনা।
২। বডি স্প্রে: এটা দুর্গন্ধ দূর করতে সক্ষম। সাথে সাথে এটা হালকা একটু গন্ধ ছড়ায় তবে সেটা বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়না এবং নিজে ছাড়া সাধারণত অন্য কেউ সেটা পায়না।
আমি মনে করি বগলের নিচে ডিওডারেন্ট মেখে বুকে এবং পিঠে বডি স্প্রে দেয়া উচিৎ। তাহলে মোটামোটি ডাবল প্রটেকশন।
৩। পারফিউম: এটা সবচেয়ে জোসিলা জিনিস। দুর্গন্ধ দূর+সুগন্ধ ছড়ানো+বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হওয়া। এটা অনেক দামী জিনিস এবং সাধারণত যারা বডি কেয়ারে ভাল বাজেট রাখে তারা ব্যবহার করে।
আমি একটা কিনছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম:
নিজে গন্ধমুক্ত রাখুন। অন্তত অন্যের সমস্যা করবেননা।
ডিওডেরেন্ট মাত্র ১২০ থেকে শুরু। বডি স্প্রে ২০০ থেকে শুরু। এবং পারফিউম ৪০০ থেকে শুরু। কিন্তু ভাল পারফিউম এগুলো নয়। ভাল পারফিউম কিনলে প্রায় ৩০০০ টাকার ওপর খরচ পড়বে।
বিশ্বের সবচেয়ে দামী পারফিউম হল Imperial Majesty. এক বোতল পারফিউমের দাম প্রায় ২ লক্ষ ডলার!!!!!!!!
পারফিউম নিয়ে ২০০৬ সালে নির্মিত এই মুভিটি দেখতে পারেন। ভাল লাগবে।
এই রমজান মাস শেষে একটা লোল ঝরানো জিনিস:
সবাইকে:
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:১৫