সবাইকে শুভেচ্ছা। এই ব্লগ সামহোয়্যারইনের একটি অফিশিয়াল ব্লগ যা আজকে থেকে চালু করা হয়েছে একটা চমৎকার উদ্দেশ্য নিয়ে। বাংলা কম্পিউটিংয়ে অনেকেই অনেক দিন ধরে কাজ করছেন, চেয়েছেন বাংলা কম্পিউটিং সবার জন্য সহজ করতে। অনেকে চমৎকার সব বাংলা ওয়েব এবং ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরী করেছেন। এই ব্লগে আমরা শুধুমাত্র বাংলায় করা সেইসব ওয়েবসাইট, ওয়েব অ্যাপ্লিকেশন এবং ডেস্কটপ অ্যাপ্লিকেশন গুলো তুলে ধরব সবার জন্য। আপনারা যারা এই ব্লগে লিখতে চান তারা আমাকে মেইল করুন hasin@somewherein.net এ - আমি আপনাদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ড পাঠিয়ে দেব যা ব্যবহার করে আপনি এখানে লিখতে পারবেন।
আর যারা তাদের ডেভেলপ করা অ্যাপ্লিকেশন গুলো এখানে তুলে ধরতে চান, তারাও আমাকে মেইল করুন বা কমেন্ট করে জানিয়ে দিন। আমরা নিজ দায়িত্বে এবং আনন্দের সাথে তা পাবলিশ করব এই ব্লগে। মোট কথা আমাদের সবাই বাংলা কম্পিউটিংয়ের জন্য যা কিছু করেছেন, আমরা চাই তা সবার জন্য লেখা হোক এইখানে।
আপাতত আমি হাসিন হায়দার এই ব্লগ মেইনটেইন করছি, তবে আগেই বলেছি - যারা যারা এখানে লিখতে ইচ্ছুক তারা আমাকে মেইল করুন, আমি ইউজার নেম ও পাসওয়ার্ড পাঠিয়ে দেব । তো, শুরু করা যাক লোকালাইজেশন নিয়ে গ্রুপ ব্লগিং। প্রথমে কোন বাংলা অ্যাপিকেশন আপনাদের সবচেয়ে পছন্দ, শেয়ার করুন আমাদের সাথে
--হাসিন হায়দার