আমি বেশ কয়েক বছর থেকে দেকছি ঈদের দিন কিছু ছেলে মেয়ে এমন উল্টা পাল্টা আচরণ করে যা দেখে মনে হয় বাংলাদেশে নাই । সব কিছু করে মানুষকে দেখানোর জন্য (আশেপাশের মানুষ একটু তাদের দিকে তাকাবে বা কিছু একটা অই কিছু একটা যে কি আমি জানি না) । এখন আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে, যেহেতু ঈদ একটা মুসলিম ধর্মীও অনুষ্ঠান তো সেটাকে ইসলামি উপায়ে আমরা উদযাপন করতে পারি । তাতে ঈদের যে উদ্দেশ্য তা হয়তোবা কিছুতা পূর্ণতা পাবে । যেমন ঃ-
১ । এই ছবির ৮ টা কাজ করতে পারি
২ । গরীবদের ভুলে না গিয়ে একদিন ওদের একটু খবর নিতে পারি, অনেকে বলবেন সারা বছর খোজ নাই আজকের দিন । আমি দেখেছি ঈদের দিন বন্ধুদের সাথে আড্ডা ছাড়া বড় কোন কাজ থাকে কিনা আমার জানা নাই । আমি আমার বড় ভাইয়ের কাছ থেকে শুনে বলছি যে, ঢাকার ডেমরা থানায় নাকি কিছু যুবক ছেলেরা আছে যারা প্রতি সপ্তাহে একদিন করে তাদের এলাকা পরিষ্কার করে । বিভিন্ন মোড়ে মোড়ে সাইন বোর্ডে লেখা আছে নিধারিত জায়গায় ময়লা ফেলুন, এই কাজটা করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি তে পড়ুয়া শিক্ষার্থীরা । ওদেরকে আমরা আমাদের আদর্শ হিসেবে নিতে পারি । আমরা অনেক অস্থির পলাপাইন কি করবো ঈদের দিন ? drinks, gambling, dates and so on. এই টাইপের কাজ আমরা অনেকেই করি সারা বছর কোন না কোন সময় । সুতরাং মানুষের কাছে যাই মানুষের কথা শুনি পারলে উপকার করি, একদিন অন্যভাবে কাটাই ।