আমরা(ছাত্র/ছাত্রী) যখন লোকাল বাসে চলাচল করি তখন আমরা হাফ ভাড়া দেওয়ার জন্য বাসের সুপারভাইসর এর সাথে অনেক খারাপ আচরণ করি । কিন্তু দুরপাল্লার পরিবহণ, মোবাইল অপারেটর, ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সময়, বিশেষ করে ডাচ বাংলা ব্যাংক এর মোবাইল অ্যাকাউন্ট এ টাকা উঠানোর সময় per transaction ১০ টাকা এবং কোন কাউন্তার এ টাকা জমা দিলে ১০০০ এ ১০ টাকা নিচ্ছে এবং কাউন্তার থেকে টাকা উঠানোর সময় ১০০০ এ ২০ টাকা নিচ্ছে ।
মোবাইল ব্যাবহার এর ক্ষেত্রে আমরা student থাকি কিন্তু সবাই যে কল রেট দিয়ে কথা বলে আমরাও তাই, দুরপাল্লার পরিবহণ ব্যাবহার এর ক্ষেত্রে আমরা student থাকি কিন্তু আমরা তখন ঠিকই সবার মত একই ভাড়া দিয়ে চলাচল করি । আমরা কেন তখন পারি না হাফ ভাড়া, হাফ কল রেট ব্যাবহার করতে ? এই সব ব্যাপার গুল আমাদের student দের বিবেচনায় আনতে হবে ।
আমরা কি পারি না আমাদের University, College গুলতে প্রশাসন কে সজাগ করতে ? যাতে University এবং College area এর মধ্যে Register কৃত ছাত্র/ছাত্রীরা কম কল রেট এ কথা বলতে পারবে একটা Fixed Amount পর্যন্ত ।
দুরপাল্লার পরিবহণ এর ক্ষেত্রে ID কার্ড Show করলে যাতে দুরপাল্লার পরিবহণ এ চলাচল এর সময় আমরা হাফ ভাড়া দিতে পারি । এজন্য Proper Step নিতে হবে ।
ডাচ বাংলা ব্যাংক এর মোবাইল অ্যাকাউন্ট, bKash থেকে টাকা উঠানোর সময় per transaction শুধু ১০ টাকা করতে হবে, এ নিয়ে জোর দাবি তুলতে হবে ।