আমার কেবল মনে হয়, বাবলা-কাটাই পৃথিবীর সবচে উৎকৃষ্ট
কাটাচামচ। অসব শোয়াশিং-চোখ আসলে মার্বেল বৈ অন্য কিছু নয়।
(রাত, একদিন ক্রুজ কাঁটা খেলবো খন্ তোর সাথে )
তবু বাজার থাকে, ঘাট থাকে, থাকে আকাশ বিরুদ্ধ সামিয়ানা...
পাশে কলকল জলকেলী;
টুথপেস্টমার্কা হাসি দিয়ে আমরা ডলফিন-ফোয়ারা বানাই; আর
হলিডে মেজাজে হাঙড়েরা এসে আলগা করে কাচুলির গেরো।
বেতারে কাঁদে সন্ধ্যার কশ্ : ''আলগা করো খোপার বাঁধন'... তুহি বিন
জিয়ারা না লাগে... না লাগে... পিঠে আমার
মুয়ূরপুঞ্ছ জিভ ; বড় দয়াবান, হ্যা মাহাশয়!!
''আলগা করো খোপার বাঁধন'... তুহি বিন জিয়ারা না লাগে...
না লাগে চাবুকের দাগ...
আহা জল, জটাধারী জল... ডুবো পথ... ডুমুরের ফুল!
তবু, প্রকৃত আলোচনায় জলই একমাত্র সত্য। আর
জীবন এক নেলিপড়া পথের উপরিতল। অথচ স্টেসনের কুলিমুটে,
মাটির ভাড়ের কম্পমান চা, অয়েটিং রুম
অথবা পাইলটক্যাপ টিকিটচেকার... কেউ জানে না...
ডুবো-পথ আমার অপোক্ষায় প্রতিদিন লাস্ট ট্রেনটাও মিস করে।
*** ফুটনোট : (তাদের পরি অটুট, কল্পনাও বড় বশংবদ)
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:০৬