১.
তোমাদের ঐ দুটি মায়া চোখে স্বপ্ন দেখি যুবক !
তোমরা ধীরে ধীরে উঠে যাচ্ছ পাহাড় বেয়ে
আমি নীচ হতে চোখ মেলে দেখি
মোদের হতে তোমরা কত দূরে!
২.
তোমাদের প্রতিটি বাক্যের শব্দ সম্ভারে
রিনিঝিনি সুরে ঝর্ণার গান শুনি
যেখানে ঝর্ণারা মিশে সাগরের মোহনায়।
যেথায় সাগরের ঢেউয়ে পাল্লা দেয় তোমাদের আত্ত্ববিশ্বাস।
৩.
তোমাদের ঐ সিগ্ধ হাসির ভাঁজে আছে শান্তির ভান্তার
শান্তিরা ভাসে ঐ আকাশের দূর নীলিমায়
শান্তিরা নামুক হৃদয়ের কোনে-শান্তিরা হাসুক তোমাদের ঐ দুটি চোখে
শান্তি নামাও হে বিধাতা যুবদের অন্তরে সদা সর্বদায়।
৪.
নীতি নৈতিকতার চাদরে মুড়ে শীতের সকাল
তোমরা সহসাই ভাঙ্গছো অসত্যের বেড়াজাল
তোমরাই দূর করছো সমাজের জঞ্জাল
তোমরাই পারবে এই আমার দৃঢ় আত্মবিশ্বাস।
৫.
সম্পর্ক জোড়া লাগানোর কারিগর হও
ভালবাসার ইট-বালি দিয়ে বাড়াও মহব্বৎ
নির্ভরতার হাতখানি রাখ মানুষের হাতে
সহযোগিতায় বিলীন হও “মানুষ মানুষের জন্যে”।
৬.
জ্ঞানের দরজায় কড়া নাড়
অলসতা আর অসততা ছাড়
অসুন্দর যত পিছনে ঠেল
মাদকের বড়ি আগুনে ফেল
বিন্দু দিয়েই শুরু কর যাত্রা
তারপর বাড়াও প্রতিটি মাত্রা।
৭.
ছুটে চল তোমরা দীপ্ত পদক্ষেপে
আঘাত হান দুর্নীতির বুকে
দম্ভকে ভেঙ্গে দাও অবলীলায়
তোমরা হাস-তোমরা বেড়াও
স্মরণ করে সৃষ্টিকর্তায়।
৮.
দুঃখের দরজায় কড়া নাড়
সুখের পরশকে আগলে রাখ
হানাহানি ভুলে শান্তি ছড়াও
শান্তির পতাকা তোমরাই উড়াও।
উৎসর্গ: যুব সমাজকে
লায়লা, ১০ অক্টোবর , ২০২৩