বউ: গেল ঘুর্ণিঝরে হু-হু বাতাস বইছিল
স্বামী: তোমার তখন এত সাহস কই ছিল? কই ছিল?
বউ: আমার সাহস বেশ ছিল - বেশ ছিল।
বউ: ঘুটঘুটে আন্ধারে বৃষ্টির ঝাপটায়
বাতাসের দাপাদাপি ঘরটা টপকায়
জমির দলিল, আইডি কার্ড নিয়ে এক ঝটকায়
সন্তানরে কোলে নেই
পাশেই ডাল মটকায়।
স্বামী: আহা! আমি পাশে ছিলাম বইল্যা সাহস তুমি পাইছিলা
তরতরাইয়া হাইটা তুমি
আশ্রয় কেন্দ্রে গেছিলা।
স্ত্রী: তর্কে তর্ক বাড়ে
এটা নয় ভাল কাজ
তুমি-আমি মিল্লা চলুম
হারি জিতি নাহি লাজ।
স্বামী: কথা কইলে তর্ক কর
হেয়ালী থাকে কথাতে
আমি তোমার স্বামী হই
নেইকি চিন্তা মাথাতে।
স্ত্রী: শিখছি আমি কোরআন হাদিস
আরো কত দোয়া যে
রেষারেষি বাদ দিয়া
বাড়াই শত মায়া যে।
.
লায়লা
২৩ জুন, ২০২৩
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:০৪