ব্লগের জলসায় নীরব কেনো পোকা। দিনের পর দিন চলিয়া যায় তাহার কোনো গতিবিধি ঠাহর করা যায় না। তাহার কি বিখ্যাত কুখ্যাত হইবার কোনো বাসনা নাই! (যেই না উরাধুড়া মার্কা লেখা তাতে বিখ্যাতত অনেক দুরের কথা কুখ্যাত হওয়া যায় কিনা তাহাও ভাবিবার বিষয়


পোকার ছোট খাটো জঙ্গলের সমুহ ব্যস্ততার মাঝখান থাকিয়া সরিষা পরিমান যেইটুকু সময় বাহির হয়, ঠিক তখনই তিনি গনক যন্ত্র খানার সামনে বসিতে মোটেও বিলম্ব করেননা । তাহার পরে এই বিভিন্ন কিসিমের পত্র পাতা খুলিয়া চিঠি পত্র চেক করিতে করিতে সামুর পাতায় পা রাখিয়া কোন একখানা ভালো লাগা লেখা পড়িতে না পড়তেই, কর্তব্যের ঘন্টা বাজিয়া বলিতে থাকে পোকা তোমার এখন উঠিবার সময়। তুমি কর্তব্যে অবহেলা করিতেছ।

এত কিছুর পরেও নিজেকে তুলিয়া ধরিবার ইচ্ছা কাহার না থাকে বলেন? প্রশ্ন আসিয়া যায় কী দিয়া তুলিয়া ধরা যায়! পোকা ভাবিত গপ, কবিতা এই সব লিখিতে না পারিলেও উড়াধুড়া লেখা অন্তত চালাইয়া যাওয়া যাইবে নিমেষেই। কিন্তু না! মনের ভাব লেখায় প্রকাশ করিয়া তাহা পাঠকের পড়ার উপযোগী করিয়া তোলা যে চাট্টিখানি কথা না ইহা কয়দিনেই পোকা অনুমান করিতে পারে । হোক তাহা উড়াধুড়া লেখাই। লেখা খানি প্রথম পাতায় ঠাঁই পাইবার জন্য হইলেও কিঞ্চিত যোগ্যতা তাহার থাকিতে হইবে।

এই সব সাতপাঁচ ভাবিয়া ভাবিয়া দিন কাটিয়া যায় । পোকা আবার ভাবে জগতে লেখার বিষয়ের কি অভাব পরিয়াছে। একটা দিক নিয়া লিখিলেইতো হয়। সমাজ, সংস্কৃতি, মানবতা, ধর্ম, রাজনীতি, শিক্ষাদীক্ষা, কী না আছে, একটা কিছু নিয়া লিখিলেই হয়। কিন্তু আবারও পোকার মাথায় প্রশ্ন উঁকি দেয় যে, তাহার ছোট খুলিতে এত সব জ্ঞানের ফসল ধারণ করে নাই যে সে পাঠকের জন্য ঐ সব বিষয়ে লিখিয়া কোন মেসেজ ছুড়িয়া দিতে পারে।
আবারও ভাবে আচ্ছা সব বাদ দিয়া আশপাশের চোখে দেখা সমাজ নিয়াই লিখিলে কেমন হয়। এতে করিয়া একজন সাধারন পোকা হিসাবে সমাজ তথা সামুর প্রতি নুন্যতম কর্তব্য দুইই পালন করা হইবে।
ধরা যাক লেখা শুরু হইয়া গেলো। এখন সমাজটাকে পোকা যেমন দেখে তাই লিখিবে, নাকি যেমন দেখিতে চায় তাহা লিখিবে। যাহা ঘটিতেছে তাহাতো ঘটিতেছেই তাহা কষ্ট করিয়া লিখিয়া জানানোর কোনো দরকার আছে বলিয়া মনে করে না পোকা । কারণ মাশাল্লাহ আমাদের মিডিয়া যে তাহাতে সিদ্ধ হস্ত তাহা বলিবার অপেক্ষা রাখে না। খবরে কোনো রকম ভিটামিনের অভাব অনুভব করিলে, দরকার হইলে নিজেরা আলু,বেগুন,গাজর, মরিচ এমন কি সূর্যের তাপও সৃষ্টি করিয়া সব রকম ভিটামিন সহকারে তাহা তারা আমাদের কে খাওয়াইবেন। সুতরাং এই ভাবনা বাদ। বাঁকি থাকিল কী ভাবে সমাজটাকে দেখিতে চায় অথবা কি রকম হওয়া দরকার। হ্যাঁ ইহা মোটামোটি লেখার মত একটা বিষয় বলিয়া ধরিয়া নেয়া যাক !

পোকা আবারও ভাবিতে বসিয়া যায় আরম্ভটা ঠিক কোথা হইতে আরম্ভ করা যায়.................

সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১১ রাত ৮:৫৪