এক ঘন্টা পরেই শেষ হৈয়া যাইবো ২০১০ সাল। আসবো নতুন সাল। মনে হইল এই তো হেই দিন ২০১০ সাল লিখা শুরু করলাম। কইতে না কইতে শেষ হৈয়া গেল। অথচ ছোড কালে মনে হইত দিন যায় না, বছর শেষ হয় না। মনে হইত কত কত বছর ৯২/ ৯৫/ ৯৮ এই সাল গুলা লিখছি। স্কুলের পরীক্ষার খাতায়, বাড়ীর কাজের খাতার কোনায় , ক্লাসের খাতায়। প্রতি দিন কত বার যে লিখতে হইত। হইত মানে আমি লিখতাম। এইটা আমার অভ্যাস ছিল।

গেল বছর কি পাই নাই বা কি পাইলে ভাল হইত তার হিসাব কষতে আমি রাজি নই। বরং কি পাইছি তা ভাবতে ভালা লাগে বেশী। তয় জীবন থাইকা আরো একটা বছর শেষ হৈয়া গেল এটা ভাইবা মন খারাপ হয় খানিকটা। যে সময়টা গেল এই জীবনে তা আর ফিরা পাবো না।

চেষ্টা করি জীবনের প্রতিটা মূহুর্তকে উপভোগ করার। কোন কোন সময় হয়ত কিছুটা ছন্দ পতন হয় , তাতে কি পরের বার একটু বেশী নজর দেই ছন্দের প্রতি। এইটাই তো জীবন, ঠিক জীবনের মতন। আর আমি ! আমিই , ঠিক আমার মত। অন্য কারো মত না। অবশ্য যে কেউ চাইলেই আমার মত হইতে পারে। কারণ আমি তেমন স্পশাল কেউ না।

হগলেরে ইংরাজী নতুন বছরের শুভেচ্ছা। দোয়া করি হগলে য্যান ভালা থাকেন আগামী বছরে। আমার লাইগাও দোয়া রাইখেন সামনের বছরটাও যেন এমন উড়াধুরাই কাটে।

সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৩২