Buell Blade Concept Motorcycle with V-Twin Engine
মোটরসাইকেলটিতে পারফরমেন্স এবং ভিজ্যুয়াল দিক দিয়ে আছে আকর্ষনিয় অনেক বৈশিষ্ট্য এবং এর ডিজাইন করা হয়েছে আমেরিকান ঐতিহ্যের কথা মাথায় রেখে। বাইকটিতে থাকবে একটি ক্লাসিক ভী টুইন ইঞ্জিন ।
************************
BMW Ghost Sports Bike
Designer : Marko Petrovic
পরবর্তী প্রজন্মের মোটরসাইকেল দেখতে কিরকম হবে তার ধারনা এই বাইক থেকে অনেকটাই পাওয়া যায়। আপনি যদি BMW বাইকের ভক্ত হয়ে থাকেন তো আপনার ইতিমধ্যেই বুঝে ফেলার কথা যে বাইকটি দেখতে অনেকটা কনসেপ্ট ৬ এর মতো । আসলে এই ডিজাইনটা কনসেপ্ট ৬ থেকেই অনুপ্রানিত হয়ে করা হয়েছে । প্রায় ভুলতে বসা ৬ সিলেন্ডার ইঞ্জিনের সাথে আনকোরা নতুন ১৬০০ সি সি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে বাইকটিতে ।
************************
Nascafe Racer
Designers : Shaw Harley Davidson and Bell & Ross
************************
Lamborbike
Inspired by Osmos Wheel and Lamborghini Countach
সাম্প্রতিক ক্রিয়েটিভ ডিজাইনার বিভিন্ন ধরনের বাইকের ডিজাইন প্রতিনিয়তই করে যাচ্ছেন। কিন্তু Lamborbike এর ডিজাইন সবার কল্পনাকেও হারিয়ে দিয়েছে ।
************************
Honda V4 Motorcycle Concept with Hubless Wheels
মুখ হা করে দেয়ার মত এই বাইকটি সর্বপ্রথম হোন্ডা সবার সামনে উন্মুক্ত করে ২০০৮ সালে জার্মানিতে অনুষ্টিতব্য ইন্টারমোট বাইক শো তে ।
************************
Can Am Spyder Roadster Three Wheels Vehicle
************************
Unique Design One Seater Motorcycle
Designer : Ronnie Ishii
************************
Yamaha Deus Ex Machina Motorcycle Concept
Designer : Jake Loniak
জেককে তার বন্য কল্পনারও বাইরে যেয়ে চিন্তা করতে হয়েছে এই অসাধারণ ডিজাইনটি প্রস্তুত করতে । এই যানটি আল্ট্রা-ক্যাপাসিটার এবং doped nano-phoshpate ব্যাটারি দ্বারা চালিত হবে । জেকের মতে এটি ঘন্টায় সর্বোচ্চ ১২০কি.মি গতি তুলতে সক্ষম । যারা এটি ব্যবহার করবেন তারা যেকোন রকম দুর্ঘটনা থেকে সুরক্ষিত থাকবেন ।
কবে যে এটি আসবে বাজারে
************************
A3W Motiv
Designer : Julien Rondin
এক সারিতে তিন চাকার পাশাপাশি এটি অ্যালুমিনিয়াম ও স্টিল দ্বারা নির্মিত । বাইকটিতে রয়েছে ৯৯৯সিসি LC8 ভী টুইন ইঞ্জিন ।
************************
Swordfish
Designer : Alexander Kotlyarevsky
একই অঙ্গে এত গুন । স্টাইল ও শক্তি সবই আছে এই বাইকটিতে। কি বলেন?
************************
Tron Motorcycle
ট্রন মুভিটি তো আমরা সবাই দেখেছি । হিরো কি সুন্দর বাইক রাইড করে । আমরা যারা বাইক পছন্দ করে তারা কমবেশি সবাই ই দীর্ঘশ্বাস ফেলেছি এই ভেবে যে আহারে যদি ওরকম একটি বাইক পেতাম তো কি স্টাইল টা ই না মারতাম । সবাই চোখ ছানবড়া করে তাকিয়ে থাকতো ।
*********************
উপরের কনসেপ্টগুলো দেখে মনে হল সেদিন হয়ত আর বেশি দূরে নয় যেদিন আমরা এরকম অথবা আর উন্নত ডিজাইনের বাইক রাস্তাঘাটে দেখতে পাব । কিন্তু সেগুলা নিরাপদে চালাতে হলে উন্নত সড়ক ও দরকার । নাহলে স্টাইল দেখাতে গিয়ে নিজের প্রাণটাই খুয়াতে হবে ।
আসুন সবাই মিলে নিরাপদ সড়ক চাই স্লোগান তুলি।