দেশে যুদ্ধ লেগেছে, তরুণেরা ঝাপায়া পড়তেছে কামান, বন্দুক, ট্যাংক লইয়া। আমি অধমের নিদেন পক্ষে একটা পিস্তলও নাই। কি নিয়া যুদ্ধ করি? বগলের তলে ছিলো চটি দুখানা, আগে সেই দুইটা ছুইড়া মারলাম। রান্নাঘরে আছিলো বটি, সেইটা নিয়াই খাড়ায়া গেলাম। ওদের পক্ষেও তো আমার মতো বটি ওয়ালা দু একজন আছে, নাকি? তার কপালই আজকে পুড়েছে!
সাইবার ওয়ার শুরু হবার পর থেকে আমার অবস্থাখানা উপরে বর্ণিত অবস্থার সাথে তুলনা করা যায়। বাংলাদেশ সাইবার আর্মির গ্রুপে আছি প্রায় ৭/৮ মাস, ওদের ট্রেইনিং জোনের গ্রুপেও আছি মেলাদিন। মাঝে মাঝে ট্রেইনিং জোনে ঘুরাঘুরি করলেও কোনকিছুই মাথায় না ঢোকায় ঘুরি ফিরে চলে আসি। এরই মাঝে শুরু হয়ে গেলো যুদ্ধ! আমার অভ্যাস প্রথমেই প্রচুর উত্তেজিত হয়ে যাওয়া, গ্রুপে ঢুকে হাক ডাক ছেড়ে একাকার অবস্থা! মাথা ঠান্ডা হলে ভাবলাম, আমি কোন ালটা ছিড়তেছি? এতোদিন আছি আসল গ্রুপ আর ট্রেইনিংজোনে, ট্রেইনিং নিলে আজ তো যোদ্ধা হয়ে দুই চার হাজার না হোক, কয়েকশত ভারতীয় ওয়েবসাইট পদাঘাতে উড়ায়া দিতে পারতাম! মন মিজাজ সেইরকম খারাপ হৈলো, দাঁত মুখ খিচায়া হ্যাকিং টুল খুজতে থাকলাম। ভাইবেরাদার রা যুদ্ধে শহীদ থুক্কু সাইট খুন কৈরা ফেলতেছে একের পর এক, আর আমি? ধিক বাঁধন!
এর মাঝে পাইলাম LOIC নামের ডি ডস এটাকিং টুল আর টেভ ডস এটাকিং টুল। হাভিজ এর প্রো ভার্শন আগে থিকাই আছিলো, ঐটা দিয়া আগে সামুও হ্যাক করার চেস্টা করছি বার দুয়েক!


এর মাঝে আমাদের ওয়েবসাইট খবর২৪ ডট কম খাইছে ডাউন। দ্বায়িত্বশীল সূত্র হতে জানলাম কোন শালা ইন্ডিয়ান যেই সার্ভারে সাইট হোস্ট করা সেইটার মালিক। শালারে মেইল দিলে এন্সার দেয় না, ফোন দিলেও নাকি ধরেনা। পরেরদিনই সার্ভার করা হৈলো চেন্জ।
এ হেন অবস্থার পরিপ্রেক্ষিতে মাথাডা কুল হয়া গেলো। ভাবলাম, আসলে অ আ ক খ এর বিকল্প নাই। বাংলাদেশ সাইবার আর্মির ট্রেইনিং জোনে ঢুইকা ডকুমেন্ট ১ টা খুইলা পড়তে বসলাম। ডিএনএন (ডট নেট নিউক) স্ট্যাইল। মাথা ঝালাপালা হওনের জোগাড়! খান সাতেক সিগারেট আর ঘন্টা তিন পার হবার পর দেখি দুই দুইটা ইন্ডিয়ান সাইট হ্যাক কইরা বইসা আছি!


হ্যাকড সাইট দুইটা হইলো-
http://www.moneycareindia.in/site/Portals/0/photo2.jpg
http://www.gyanpedia.in/portals/0/photo3.jpg
কচুগাছ কাটিতে কাটিতে নাকি মানুষ ডাকাত হয়, আজ দুইটা কচুগাছ কাটিয়াছি, ভবিষ্যতে নিশ্চয়ই বড় ডাকাত হমু। তখন ভারতের খবর আছে!

আপনারা হ্যাকিং শিখতে চাইলে বাংলাদেশ সাইবার আর্মির ট্রেইনিং গ্রুপে জয়েন করতে পারেন-
#=_BCA_Tra!n!ng_Z0nE_v.4_=#