নেটওয়ার্ক চুয়াডাঙ্গা নামে আমাদের একটা সংগঠন আছে। গতবছরের মতো এবারো আমরা শীতবস্ত্র বিতরণ করেছি চুয়াডাঙ্গার প্রত্যন্ত অঞ্চলে। আজ শীতবস্ত্র বিতরণের পাশাপাশি চামে কিছু ফটোগ্রাফিও করে নিয়েছি!
কথা বেশি না বলে ছবি দেয়া শুরু করি।
যাওয়ার পর পরই গ্রামবাসীরা ভিড় জমাতে শুরু করে।
আমাদের টিম ও স্থানীয় সহযোগীরা
গ্রামের পিচ্চিদের সাথে আমাদের অনি ভাই
স্কুলের হেডমাস্টার সাহেবের সাথে আমরা
সবাই চলে এসেছে, লাইন দিয়া দাড়ান!
নাম্বার ১২! টিক!
দেখি আপনার স্লিপ!
লাইন!
স্লিপ সংগ্রহ ও বিতরণ।
ফুলজান, বয়স ৫৫।
স্কুল মাঠ তখন ভরে গেছে!
কম্বল পেয়ে কি খুশী!
কম্বল গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছেন বয়স্ক পুরুষেরা।
.।.।
শীত বস্ত্র বিতরণ শেষ! যারা পেয়েছে তারাও খুশি, আমরা আরো বেশি খুশী!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
এবার আমার আনাড়ী হাতের ফটোগ্রাফী-
ভালো লাগ্লে আমার ক্রেডিট, না লাগ্লে আপনের দোষ!
ধুতুরা ফুল
ছবি তুলতে ঢুকেছি ভুট্টা খেতে, পিছন পিছন গ্যাং অফ বয়েজ!
ভুট্টার ফুল
সরিষা ফুল।
ধুতুরা ফল।
ফুলের উপর দুইটা পিঁপড়া কি করে?
আরো ছবি আছে, দিয়ে পারছিনা। সকালে ঢাকা যাবো। বাই বাই।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৩৬