নাক সিটকাইন্যারা দূরে থাকিয়েন।
আয় দুষ্টুরা, আমরা জীবনের গান গাই। সাথে ইকটু পুরান কথা, বর্তমানের কথা শেয়ার করি-
১। পয়লা দিনে বিল্ডিং এর কোন চিপায় ক্লাস পড়ছিলো? খুঁইজা পাইতে কিমুন প্রবলেম হৈছে?
২। ক্যাম্পাসে নয়া গেছি খ্যাত, বাইর হৈছি ইয়ো? (এইডা নিয়া পার্সোনাল এক্সপেরিয়েন্স আছে

৩। পাশের সিটের সুন্দরীকে, "তোমার ফেসবুক এড্রেসটা কি?" বলে আইডিতে চোখ পড়ে দেখেন ৬ সেমিস্টারের সিনিয়ার! তখন কিমুন লাগে?
৪। সুন্দরী বান্ধবীরা সুযোগ পাইলেই গায়ে, মাথায়, বুকে হাত দেয়। মাগার আপনে সরল মনে তাদের গায়ে হাত দিতে গিয়া "আউ! হোয়াট দ্যা হেল আর ইয়া ডুয়িং!" শুনেছেন?

৫। হিসু করতে গাড়ির চিপায় ঢুকিয়া দেখেন দুই মানব মানবীর লেপ্টিত অবস্থা! কিমুন লাগে?

৬। লিফটে সুন্দরী আর আপনি একা(!!) কিমুন লাগে বস?

আরো আছে, বৈলা ফালান, দুস্কের কতা, মজার কতা, আনন্দের কথা, রাগের কথা....
আমার গুলাও শেয়ার করুম নে।

সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১:৪০