ব্লগে অনেকেই ফেসবুকের মতো পার্সোনাল মেসেজ পাঠানোর সুবিধার অভাব বোধ করে থাকেন। ব্লগ একটি খোলা ময়দানের মতো, কেউ কমেন্ট করলে সবাই দেখে ফেলে। ব্যাপারটি ব্যাক্তিগত যোগাযোগের জন্য কিছুটা প্রতিবন্ধকতা ও প্রাইভেসীর সমস্যার একটি রুপ। সবাই খোলা ব্লগে মোবাইল নাম্বার ও মেইল দিতে চান না তার প্রাইভেসী রক্ষার স্বার্থেই। এক্ষেত্রে করনীয় কি?
কিন্তু সামুর বর্তমান সুবিধাগুলোকে ইউজ করেই আপনি আপনার প্রিয় ব্লগার কে ব্যাক্তিগত মেসেজ পাঠাতে পারবেন! হ্যা! এটা সম্ভব।
কিভাবে?
এক্ষেত্রে আপনার প্রিয় ব্লগারকে একটি পোস্ট দিতে হবে। আবার তার কাছ থেকে মেসেজ পেতেও আপনাকে একই পদ্ধতি অবলম্বন করতে হবে।আসুন বিস্তারিত দেখি-
১। নতুন ব্লগ লিখুনে ক্লিক করে এডিটর পেজ টি আনুন।
২। পোস্ট লেখার আগে দুইটি কাজ করতে হবে।
ক. আপনি যদি মেসেজ পাঠানোর পোস্ট টি প্রথম পাতায় না দিতে চান, লাল বক্স চিন্হিত স্থানে ক্লিক করে টিক মার্কটি তুলে দিন।
খ. মেসেজটি যেনো অন্যকেউ দেখতে না পায়, সেজন্য গোল চিন্হিত বক্স থেকে টিক মার্কটি তুলে দিয়ে রিভিউ হবে এর পাশের বক্সে ক্লিক করুন। এতে মন্তব্য মডারেটেড হয়ে গেলো।
৩। এবার আপনাকে পাঠানো মেসেজ দেখুন কমেন্ট মডারেশন এ ক্লিক করে।
এমন একটি পেজ আসবে, যেখানে পোস্টের নাম দেখাবে (এখানে টেস্ট লেখা)। ওটাতে ক্লিক করলেই পেয়ে যাবেন আপনার মেসেজ! তবে ভুলেও সব গ্রহন করুনে ক্লিক করবেন না। তাহলে কিন্তু সবাই দেখে ফেলবে আপনাকে পাঠানো মেসেজ!
হয়ে গেলো আপনার মেসেজ পাওয়ার উপায়! হ্যাপি মেসেজিং!
বিঃদ্রঃ যতদূর জানি এই মেসেজগুলো মডুরা দেখতে পাবেন। যদি দেখতে চান আরকি!
আমাকে মেসেজ পাঠান এই মেসেজ ইনবক্সে।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১:৪৬