মহাখালী কাচাবাজারে গেলাম আজ সন্ধ্যায়। আলু কিনতে গিয়ে বিস্মিত হলাম। প্রতি কেজির দাম চাইল মাত্র ৮ টাকা। কি সুন্দর সদ্য ক্ষেত থেকে তোলা আলু।
আমি বিক্রেতাকে বলি ৮ টাকা কেন? বিক্রেতা বিনীত স্বরে বললো, এর চেয়ে তো স্যার দেওয়ন যায় না। আমি জবাবে বলি, আরে দাম এত কম কেন?
চালের দাম ৫০ টাকা, তাই সারা দেশে চিৎকার চেচামেচি চলছে। এখন আলুর দাম যে মাত্র ৮ টাকা কেজি, এজন্য তো কাউকে কোন কথা বলতে দেখি না!
আলু বিক্রেতা বললো, আমরা বেচি ৮ টাকা। আলুচাষী হয়তো ৩-৪ টাকার বেশী পায় নাই। সত্যিই তো, কি ভয়াবহ অবস্থা আমাদের কৃষির! কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী কি এ নিযে ভেবেছেন?
সরকার যেমন কোন পণ্যের দাম কমাতে পারে না, তেমনি বাড়াতেও পারে না। সরকার আসলেই অসহায়!
আলুর দাম অন্তত ১৫ টাকা কেজি হ্ওয়া দরকার। তাহলে হয়তো আলুচাষীরা কোনরকমে বাঁচবে।