১. ছেলে মেয়েরা যেভাবে তাদের প্রেমিক প্রেমিকাকে মিস করে সেভাবে যদি মা-বাবাকে মিস করতো তাহলে পৃথিবীতে একটা বৃদ্ধাশ্রমও থাকতো না।
২.ভালোবাসার বিনিময়েই নাকি শুধু ভালোবাসা পাওয়া যায়, কিন্তু আমার দেশের সকল কৃষকতো সেই কবে থেকেই সবাই কে ভালোবাসে, কিন্তু কই আজও তো তাদের আমরা কেউ ভালোবাসা দিতে পারলাম না,,,,,
আজ ঈদ, সবাই কতো আনন্দই না করবে কিন্তু, একবারও কি ভেবেছেন ঐসব বাবা মা কি কষ্টে আজকের দিনটা পার করবেন, যাদের ছেলেমেয়ে বেঁচে থাকার পরও ঈদের মতো এতো খুশির একটা দিন ঐ বৃদ্ধাশ্রমে কাটাতে হবে তাদের?
আর আমার ঐসকল কৃষক ভাই কেমনে দিনটা পার করবে যারা কোরবানী দেওয়া তো দূরে থাক তাদের ছোট্ট ছোট্ট ছেলেমেয়েদের মুখে সকালে একটু সেমাইও তুলে দিতে পারবে না, নতুন জামা কাপড় তো দিবা স্বপ্নের মতো.....
তাই আমার এই ঈদটা ঐসকল বৃদ্ধাশ্রমে থাকা বাবা মা আর আমার দেশের সকল অসচ্ছল কৃষক ভাইদের উৎসর্গ করলাম.......
দোয়া করি ঐমানুষ গুলোর আজকের দিনটা ভালো কাটুক, এর বিনিময়ে যদি আমার আজকের দিনটা একবারে খারাপও কাটে তাতেও আমার আপত্তি নেই.....
মা-বাবা আর কৃষক ভাইয়েরা তোমাদের সবাইকে ঈদের শুভেচ্ছা।।।।।।।।।।
পরিশেষে সবার কাছে অনুরোধ---
১.নিজের মা-বাবা কে ভালোবাসুন কারণ এরাই আপনাকে আমাকে এতাদূর নিয়ে এসেছেন,
২.আর আমার দেশের সকল কৃষকদের ভালোবাসুন কারণ এরাই আমাদের এই কৃষি প্রধান দেশটাকে আজও সাপোর্ট দিয়ে যাচ্ছেন.....