১৮/০৭/২০১৫
রাত ১২.০৭ মিনিট।
বিলাস প্রায় ১৯ দিন পর পদ্মকে ফোন করল।
বিলাস সাধারনত এলকোহল ড্রিঙ্ক করে না। তবে
বিশেষ উৎসব এ একটু আধটু খাওয়া হয়।
আজ সেইরকম ভাবে একটু খেয়েছে ...
মাতাল অবস্থায়... পদ্মকে খুব বেশি মনে
করছিল...
মাঝরাতে... ছাদের উপরে... একা... বিলাস...
গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে...
বৃষ্টিতে ভিজে ভিজে...
কানে মোবাইলটা ধরে এক কোনায় বসে ছিল...
৫৫ বার কল দেয়ার পর...
ঘুম কাতুরে অবস্থায় পদ্ম কল রিসিভ করল...
বিলাসঃ কিভাবে পারো তুমি...?
পদ্মঃ কি...? কি বলছ এইসব ? আর কি জন্য ফোন
দিসো ?
বিলাসঃ তোমাকে শুধু একটা কথা বলব... মানে...
তোমাকে শুধু একটাই কথা বলব...
আমি নাহয় ভুল কর এই কয় দিন কল দেইনি... তাই
বলে তুমিও আমাকে কল দিবানা...।?
কিভাবে পারলা তুমি...?
পদ্মঃ এত অভিনয় বাদ দিয়া... ফোন রাখ... আমাকে
ঘুমাতে দাও...
বিলাসঃ হুম... তুমি তো ঘুমাইবাই... তোমার তো কাজ
এ তো এই একটা।
পদ্মঃ তুমি না বললা... আমাকে আর ফোন দিবানা...
আজ আবার কেন জালাইতিছো...?
বিলাসঃ আসলে আমি তোমাকে ফোন দিসি জাস্ট
একটা কথা বলতে।
পদ্মঃ না... তোমার কোন কথাই আমি শুনব না...
এই কথা বলে পদ্ম ফোন কেটে দিল...
তারপর চারিদিক নিস্তব্ধ... একা... মেঘলা আকাশের
নিচে... ছাদের উপরে...
বিলাস... একা একা বৃষ্টিতে ভিজতে লাগলো...
একটা সময় বিলাসের মনে হল... হয়তো আকাশ
ভেঙ্গে পরা চোখের পানি...
ওর সারা শরীর ভিজিয়ে দিয়েছে...
তারপর শুধুই একাকীত্ব...
...
পুরনো কথা গুলো মনে করে বিলাস একটা
দীর্ঘ নিশ্বাস ছাড়ল।
মনে পরতে লাগলো একটার পর একটা স্মৃতি...
ভাবতে ভাবতে কখন যে কফি ঠাণ্ডা হয়ে
গেছে...
বিলাস টেরই পায়নি...
তারপর... একটা সিগারেট জ্বালিয়ে টান মারল...
তারপর বলল ... এই যে ধোয়া ছাড়লাম...
ধোঁয়ারমত উরিয়ে দিলাম পদ্মকে...
মুক্তি দিলাম পদ্ম নামের শব্দটিকে...
এরপর... বিলাসের শুধুই পদ্মকে ভুলে থাকার
চেষ্টা...।
আর পদ্ম... ?
পদ্ম তার মনের মত জীবন গড়ে তোলায়
ব্যাস্ত।
...
(সমাপ্ত)