ডাক্তাররা কসাই, টাকা ছাড়া কিছু বোঝে না। এরকম কথা রোগী, তাদের সাথে থাকা আপন -স্বজন প্রায়ই বলে।
কিন্তু টাকা ছাড়া কে বোঝে।
বাবা মা রা সন্তানকে ডাক্তারি পড়াতে চান না। কারণ খাটনি বেশী পয়সা কম। তারচেয়ে BBA, CA পড়লে অনেক পয়সা।
একটা সময় ছিল -স্কুলে 'আমার জীবনের লক্ষ্য ' রচনায় বেশির ভাগ লক্ষ্য থাকতো চিকিৎসক হওয়া এবং ছাত্র-ছাত্রীদের মনের আকাংখ্যাও তাই হতো। এখন পরীক্ষায় পাশের জন্য হয়তো লিখতে পারে তবে মনের বাসনা অন্যটা। কারণ পরিবার,সমাজ তাকে শৈশবেই বুঝিয়ে দিয়েছে টাকার মুল্য কত।
সময়টা যখন এমন বৈরী তখন একজন ডাক্তার,প্রফেসর, অধ্যক্ষর মৃত্যুতে তাঁর শিক্ষার্থীরা documentary বানিয়ে YOUTUBE দিয়েছে- ভাবা যায়। কারনটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। ছাত্র-ছাত্রী, সহপাঠি, সহকর্মী সবাই এতদিন এমন চরিত্রের কথা বই এ পড়েছে। এদেশে বাস্তবে দেখেন নি।
আর এই মানুষটি এমন জীবন যাপন করতে পেরেছিলেন হয়তো সংসার করেন নি বলেই। সন্তান থাকলে তাকে শিক্ষিত করতে, পেশাজীবী করে তুলতে টাকার ভুমিকা অনেক।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৪৭