জনগণ এবং তাদের জনপ্রতিনিধিদের পছন্দের বিষয়- ডাক্তাররা গ্রামে যায় না কেন। আর গণমাধ্যম সুযোগ পেলেই ডাক্তাররা গ্রামে না যাওয়াতে জনগনের যে কত অসুবিধা হচ্ছে সেটা প্রকাশ করে বাহবা পায়। এটা সত্যি যে কর্মক্ষেত্রে নিয়মত কাজ না করে চিকিৎসক অন্যায় করছে। আর যারা যাচ্ছেন তাদের অবস্থাটা দেখেন -
তেরখাদা থানা (খুলনা) সূত্র জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. আবদুল্লাহ আল মামুন রবিবার রাত ৯টার দিকে অফিসে দায়িত্বরত ছিলেন। এ সময় কয়েকজন লোক এসে জানায়, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এসএম ওহিদুজ্জামানের স্ত্রী অসুস্থ। এ জন্য তাকে আওয়ামী লীগ সভাপতির বাসায় গিয়ে রোগীর চিকিৎসা করতে হবে। ডা. মামুন এমার্জেন্সি বিভাগে ডিউটিরত থাকায় বাসায় যাওয়া সম্ভব নয় জানিয়ে অন্য এক সহকারীকে আওয়ামী লীগ নেতার বাসায় পাঠান। এতে ক্ষুব্ধ হয়ে নেতা-কর্মীরা হাসপাতালের ভেতরেই তাকে বেদমভাবে প্রহার করেন। এ সময় তাদের কিল-ঘুষিতে ডা. মামুনের তিনটি দাঁত পড়ে যায়।"
সূত্রঃ ইত্তেফাক ( Click This Link )
স্বাস্থ্যমন্ত্রী বলেছেন আপনারা ডাক্তারদের শাসন করুন ।
তারা শাসন করে দিয়েছে ........
ডাঃ মামুন মামলা করেছে ঠিকই , কিন্তু আমরা সবাই জানি কতটুকু লাভ হবে , উপজেলা আওয়ামিলীগের সভাপতি বলে কথা ।
ফলাফল বলে দেই ?
খুব উঁচু লেভেলের লবিং করে ডাঃ মামুনকে পোস্টিং করিয়ে দেওয়া হবে দূরে কোথাও , কোন দূর্গম উপজেলায় । কেন পোস্টিং হল সবাই জানবে ।
ডাঃ মামুন এসে এসে মামলা চালাতে পারবে না , মামলা খারিজ হয়ে যাবে ।
দেশটা ঠিক যেমন সুন্দরভাবে চলছিল , সুন্দরভাবে চলতে থাকবে
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৬ রাত ১২:৫১