সুষ্ঠ তদন্তে নাকি বের হয়ে এসেছে পিল খানায় বি ডি আর বিদ্রোহের কারণ। খুবই মামুলি বিষয়। চাল ডাল কর্মসূচী নিয়ে অসন্তোষ। বি ডি আর এর নিচু স্তরের সৈনিকরা এমন মামুলি বিষয় নিয়ে অসন্তুষ্ট হতেই পারে। সেই সাথে বিদ্রোহ করে রাষ্ট্রকে পেরেশানি তে ফেলে দিতেই পারে।
কিনতু আসলে কি তাই হয়েছিল।
কর্ণেল গুলজার এর লাশটা যখন নর্দমাতে পরে থাকা লাশের স্তুপ থেকে উদ্ধার করা হয়, এটা কেউ সনাক্ত করতে পারেনি। ডিএনএ টেস্ট এর মাধ্যমে নিশ্চিত হতে হয় এটাই কর্ণেল গুলজার, তাবত্ মৌলবাদীদের মূর্তিমান আতঙ্ক।
চোখ দুটো উপরে ফেলা হয়েছিলো. . .
চেহারা বিকৃত করা হয়েছিলো বেয়নেট দিয়ে খুচিয়ে. . .
এত গুলি করা হয়েছিলো যে স্বজনরা লাশ চিনতে পারে নি. .।
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪০