একটা surgical procedure এর জন্য রোগীকে এক প্রাইভেট হাসপাতালে আনা হলো। বিল আসলো ১০,০০০+ . এরমধ্যে surgical package ৬,০০০+. আর একটা মাত্র antibiotic দিয়েছে, বিল করেছে প্রায় ৪,০০০ টাকা।
ঐ একই ঔষধ তিন দিন ধরে ১২ ঘন্টা পরপর দেওয়া হচ্ছে রোগীকে ৬০০ টাকা দিয়ে। পরে ডাক্তার নার্স মিলে তদন্ত করে দেখা গেল বাসায় রোগীকে দেওয়া হচ্ছে দেশীয় incepta কোম্পানির ঔষধ আর ওরা দিয়েছে ইন্ডিয়ান ঔষধ।
এখন অঙ্ক কষুন, রোগী যে খরচ করলো তার কতটুকু চিকিৎসক আর তার টিম পেলো আর ঐ একটা ঔষধ দিয়ে কতটুকু ঔষুধ ব্যবসায়ী পেলো।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৪