আমাদের দেশে সাধারণত সিনেমা বলতে বাংলা,ইংরেজী অথবা হিন্দী সিনেমাকেই বোঝানো হয়।তাই চাইনিজ সিনেমার প্রচলন বা দর্শকপ্রিয়তা এদেশে নেই বললেই চলে। এক্ষেত্রে ভাষাগত সমস্যাও একটি বড় বাঁধা। তবে কিছুদিন আগে এক সিনেমা পাগল বন্ধুর কাছে ভূয়সী প্রশংসা শুনে CJ7 সিনেমাটি দেখতে বসি। উন্নতমানের সাবটাইটেল থাকায় সিনেমাটি বুঝতে বিন্দুমাত্র অসুবিধাও হয়নি। পুরা সিনেমাটি এক নিঃশ্বাসে দেখার পর খেয়াল করলাম দু'চোখের কোণায় কোন ভাবেই জলের ধারা থামছে না। অত্যন্ত মর্মস্পশী কাহিনী,প্রত্যেকের নিখুত অভিনয় ও পরিচালকের দুর্দান্ত নির্দেশনায় আপনি মুহূর্তেই হারিয়ে যাবেন সিনেমার গভীর থেকে গভীরে।
সিনেমার কাহিনী শুরু হয় এক অতীব দরিদ্র পিতা (তাই) ও তার একমাত্র পুত্রসন্তান (ডিকি) কে নিয়ে।তাই-এর স্বপ্ন তার ছেলে একদিন মানুষের মত মানুষ হবে। তাইতো সে তার দরিদ্রতার কথা ভুলে ছেলেকে ভর্তি করায় দেশের সবচেয়ে ব্যয়বহুল স্কুলে। নিজে না খেয়ে থেকেও সে তার ছেলের পড়ালেখার খরচ জোগাড় করে। একদিন ছেলের জন্য নতুন জুতা কেনার অর্থ না থাকায় সে যায় ভাগাড়ে ফেলে দেওয়া মানুষের পুরনো জুতার খোঁজে। সেখানেই সে কুড়িয়ে পায় একটি খেলনা। তবে এটা কোন মামুলি খেলনা নয়। এটা হচ্ছে ভীনগ্রহের এক প্রাণী।এরপর ঘটনা মোড় নেয় সম্পূর্ণ নতুন দিকে।
একটা বিষয় না বললেই নয়। আর তা হচ্ছে কাহিনী শুনে অনেকেই ভাববেন এটা হয়তো "ইটি" বা "কোই মিল গায়া" জাতীয় কোন সিনেমা। তাদের ভুল ভাঙানোর জন্যই বলছি,শুধুমাত্র ভীনগ্রহের প্রাণীর আগমন ব্যতীত আর কোন বিষয়েই CJ7 এর সাথে "ইটি" বা "কোই মিল গায়া"র বিন্দুমাত্র কোন মিল নেই।
ছবিতে "তাই" চরিত্রে অভিনয় করেছেন,ক্যান্টোনিজ চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা স্টিফেন চাউ,যাকে Shaolin Soccer ও Kung-Fu Hustle সিনেমার বদৌলতে আমরা অনেকেই চিনে থাকতে পারি।
নিম্নে সিনেমাটি ডাউনলোডের কিছু লিঙ্ক প্রদান করা হলো :
টরেন্ট ডাউনলোড : Click This Link
সাবটাইটেল ডাউনলোড : Click This Link
র্যাপিডশেয়ার লিঙ্ক :
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
[বি: দ্র: র্যাপিডশেয়ার লিঙ্কটিতে সাবটাইটেল এনকোড করা আছে।]
তাহলে আর দেরি কেন???? জলদি নামিয়ে ফেলুন আর পরিবারের সবাই মিলে উপভোগ করুন অসম্ভব সুন্দর এই সিনেমাটি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩৬