
ব্যাপারটা হলো এই ক্রাইটেরিয়ার ব্লগার জামাত-শিবিরপন্থীদের মধ্যে ব্যাপকভাবে পাওয়া যাবার কারনে বাংলা ব্লগের ইতিহাসের প্রায় শুরুর দিকেই তারা ছাগু বলে চিহ্নিত হয় । কিন্তু একটু ভেবে দেখেন তো, ছাগু মানে যদি হয় বুদ্ধিপ্রতিবন্ধীতা আর তালগাছবাদী ত্যানা প্যাচানী মানসিকতা , তাহলে ...
জামাত-শিবির মানেই ছাগু কিন্তু ছাগু মানেই জামাত-শিবির নয়
- ব্যাপারটা কি এমন নয় ?
ব্লগে এসে নাস্তিকদের কে যেভাবে দেখেছি, তাতে জামাত শিবিরের চেয়েও তাদের মধ্যে ছাগুত্ব প্রবলভাবে বিদ্যমান । তাদেরকে ১=১ এই টাইপের প্রমান-ও প্রতি সপ্তাহে নতুন করে দিতে হয় । এবং শেষ লাইনে এসে ঘাড়টা কাত করে ফের বলে, মানিনা!
সম্প্রতি স্টিকি-পোষ্ট কেলেঙ্কারীতে নাস্তানাবুদ হয়ে ৩০০ এর মত মাইনাচ পাওয়া পোষ্ট এরা অর্জন করেছে শহীদ বুদ্ধিজীবি দিবসকে নিয়ে । অনেকেই বলেছেন, শহীদ বুদ্ধিজীবি দিবসের মত মুক্তিযুদ্ধের সেন্সেটিভ ইতিহাস নিয়ে জামাত শিবিরপন্থী কোন ব্লগারও আজ পর্যন্ত এমন নীচুস্তরের ব্লগ পলিটিক্স করেনি । সেই অপকর্মটি এরা করেছে কত কয়েকদিনে । এরপরেও নাকি নাস্তিকদেরকে ছাগু বললে ব্লগীয় গুনাহগার হতে হবে !
যারা একটু পুরোনো ব্লগার আছেন, তারা জানেন যে অনেক ছাগুবিরোধী সিনিয়র ব্লগার ইতোমধ্যেই এই ধরনের সীমাবদ্ধতা ছুড়ে ফেলে দিয়েছেন । যতদিন পর্যন্ত নাস্তিকদের হীন-নীচ মানসিকতার জন্য ভিন্ন কোন উপযুক্ত নাম নির্ধারণ করা যাচ্ছেনা, ততদিন পর্যন্ত এই বুদ্ধিপ্রতিবন্ধীদের জন্য ছাগু নামের গদামটাই যথার্ত বলে আমি মনে করি ।
আপনারা ছাগু (বুদ্ধিপ্রতিবন্ধী-তালগাছবাদী) টাইপের নাস্তিকদেরকে নির্দিধায় ছাগু বলে সম্বোধন শুরু করেন ।
১. ১৭ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১১:২৪ ০