Unchained Melody নিসন্দেহে পৃথিবীর অন্যতম সেরা গান। এযাবৎকালে শ'খানেক ভাষায় পাঁচশত এর উপর ভার্সন/কভার রেকর্ড করা হয়েছে এই গানটি।
সর্ব প্রথম ১৯৫৫ সালে "Unchained" নামের একটি মুভির থিমসং হিসাবে Alex North সুরে Hy Zaret লেখায় Todd Duncan গানটি গায়। গানটি Oscar এর জন্য মনোনয়নও পেয়েছিল। (অরিজিনাল এই ভার্সন শুনে অনেকে হতাশ হতে পারেন! অন্য কভারগুলো শুনে তারপর মন্তব্য!) পরে Les Baxter এর ইনস্ট্রুমেন্টাল ভার্সনটি বেশ জনপ্রিয়তা পায়। Al Hibbler এর এই ভার্সনটি রিলিজ পায়। পরে Jimmy Young এই ভার্সনটি UK Billboard চার্ট এ এক নম্বরে আসে। Roy Hamilton এর ভার্সনটি U.S. R&B চার্ট এ প্রথম স্থান দখল করে। এই সব কিছুই কিন্তু ১৯৫৫ এই রেকর্ড হয়েছে। অর্থাৎ গানটির জয়যাত্রা শুরু মাত্র। শেষ কবে হবে জানা নেই।
The Righteous Brothers এর ভার্সনটি অনেকে আগেই শুনেছেন। এই ভার্সনটি 'Ghost ' মুভির বদৌলতে ব্যপক জনপ্রিয়তা পায়। যদিও গানটি ১৯৬৫ সালে রেকর্ড করা হয়েছে।
আরো কিছু ভার্সন:
১. Air Supply - Unchained Melody
২. Elvis Presley - Unchained melody
৩. Damien Leith - Unchained Melody
৪. Maurice Jarre - Unchained Melody
Air Supply - Unchained Melody (আমার সব চেয়ে প্রিয় ভার্সন)
৫. Barry Manilow - Unchained Melody
৬. Il Divo - Unchained Melody
৭. Cyndi Lauper - Unchained Melody
৮. U2 - Unchained Melody
Tom Jones - Unchained Melody
আমার মত যারা মোটামুটি রক-মেটাল ঘরানার শ্রোতায় উন্নতি (নাকি অবনতি?) হয়েছেন, তাদের কেন যেন পিওর রোমান্টিক গানের প্রতি বেশ অ্যালার্জি থাকে! তবু বলি, গানটি শুনুন, অবশ্যই ভাল লাগবে।
বাংলা ভাষায় মনে হয় এই গানটির কোন কভার করা হয়নি। যেখানে গানটি অন্য একশত ভাষায় কভার হয়েছে, আপনি বসে থাকবেন কেন? এখানে karaoke এমপিথ্রি (ভার্সন ১ , ভার্সন ২)দেয়া হল।
ভাবানুবাদ করে বসিয়ে ফেলুন। তবে মনে রাখবেন, এই গানটির রয়ালটি কিন্তু বিটলস এর Paul McCartney কিনে নিয়েছে। তাই যাই করবেন, তাকে অংশিদারী দিয়ে তারপর......
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১১ রাত ১২:২৬