প্রিয়তমা,
তোমায় আমি এ শহরে অজস্র নারীর ভীড়ে খুঁজে পেয়েছি! তুমি অনন্য এক উপমাহীন..; জানি না, এখন তুমি এই চিঠি পড়বে কিনা, তবুও তোমাকে লিখছি। যদি তোমার কখনো সময় হয় তবে চিঠিটা পড়ে নিও। আমি তোমায় আমার এক অসীম কল্পনা শক্তিতে আবিষ্কার করেছি। এখন তুমি বলো, কেউ কাউকে চোখের আড়াল করে বেঁচে থাকা যায় কি? পৃথিবী বদলে গেছে সেই সাথে জীবনযাত্রার মানও। আজ সত্যিই তোমায় কাছে পাওয়ার স্বপ্নে বিভোর হৃদয়ে আমার গভীরতম স্থানে আলোকিত হয়ে উঠছে! যা কিনা আমার ইচ্ছেডানায় ভর করে চলেছে, সবার কাছে তা এখনো অব্যক্ত! আমাদের আসবে কী সেই সোনালি দিন? এখন সম্ভাবনার এপিঠ ওপিঠ জুড়ে লুকিয়ে আছে শুধু সম্ভাবনা।
আমি স্বপ্ন যখন দেখেছি তা হবে একদিন সত্যি। কারণ আমি কখনো নিরাশাবাদী নই। রোজ সে স্বপ্ন দেখি তা বাস্তবতায় হবে একদিন অর্জন। বিশ্বাস করি কখনো প্রতিফলিত করবে না বিষাদসূচক চিত্র। কারণ তোমারও চোখে সেদিন আমার প্রতি তোমার এক অনন্ত প্রেমর প্রতিফলন দেখেছি। আর খানিকটা প্রাচীন ধারায় ও আধুনিকতার সংমিশ্রণে ভালোবাসার কিছু কথা। এ মায়াজালে যেন যার যার নিজস্ব বিচ্ছুরণ ! সত্যিই এ বিষয়বস্তু আনন্দের, নীতিবোধের এবং বাস্তবতার, এ যেন করেছে প্রকৃতেই সমস্ত আয়োজন। আমাদের নিয়তি নির্দিষ্ট বসবাসের জন্য ছোট এই পৃথিবীতে।এভাবে আর কতদিন নিঃসঙ্গ বটবৃক্ষের মত থাকা যায়। হয়তো সমস্ত প্রতিক্ষার অবসান ঘটবে। একদিন আমরা দুজনে মিলেই লিখব দুজনের এক হওয়ার গল্প ! তুমি কী বলো?
ইতি
তোমার হার্ট।
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৫