কিছু ছায়া,কিছু মায়া মাটিতে চাপা পড়ে থাক,
শিশির ভেজা চোখ নতুন ভোরের অপেক্ষায়।
এ হৃদয়ে যে কবর রচনা হয়েছিল
তোমারি দেওয়া কালিমায়।
সর্ম্পকের কাঁটা তারে কেন বেঁধে ছিলে আমায় __;
তবে কেন,ছিন্ন-ভিন্ন করে গেল,
কষ্টের লোনা-জলে ছিদ্র করে দিলে।
স্বার্থপরের মত কেন হলে দেশান্তর?
দুঃখের সমান পাহাড় নিয়ে বসে ভাবি তাই
রেখে গেলে শুধুই দুঃখের স্মৃতি
নির্বাক চিত্তে সর্ব সময় ভাবি তাই।
জানি ফিরে আসবে না,পরিপূর্নতা পাবে না এ হৃদয়।
ছবিঃ নেট
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১২