সাধকরা জানে অসাধুর পাতে অস্বাদু খাবার পড়ে,
সাধুরা মরিয়া হলে তা হবে অস্বাভাবিক,
অস্বাতন্ত্র্য এখন সর্বত্রে অস্বস্তি মনে অস্বাচ্ছন্দবোধ,
অস্বাচ্ছন্দ্যে সাধনা হয় না।
সাধকরা জানে অষ্ফুট ফুলে ভ্রমরী বসে না,
অস্পৃষ্ট ফুলে মধু জমে থাকে।
অস্বচ্ছ জলে স্নান করলে মন স্বচ্ছ হয় না,
চাইলেও অস্পৃশ্যকে ভালোবাসা যায় না,
অস্পষ্টালোকে সব অস্পষ্ট এবং স্পৃশ্যরাই পৃষ্ট হয়।
সুন্দর দেখতে খুব ভালো লাগে,
সব সুন্দরে আনন্দ থাকে না,
সত্যাসত্য যখন জানি তখন বেশি দেরি হয়।
সত্য সুন্দর হলেও সর্বজনীন অগ্রহনযোগ্য,
বিধায় সত্য জানার জন্য আমি অপেক্ষমাণ।
স্বত্ব মো.আ.হা
সহব্লগার শাহরিয়ার কবীর লেখা “স্পর্শহীন ভালেবাসা” পড়ে শব্দের খেলা শুরু করেছিলাম
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৭