শখের কাজ
কবিতা হলো শখের কাজ,
পেশা বানাতে চাইলে সর্বনাশ হয়,
মাথা নষ্টের মন্ত্র নামে কবিতারা এখন স্বাধীন,
বাতাসে ভেসে গুনগুন করে গান গায়,
কাব্যালংকারে অলংকৃতি হওয়ার জন্য বায়না ধরে।
কবিদের হাবভাব আমি বুঝি না,
আজগুবি কাজ করে বলে, আজ কবিতা লিখব।
ছন্দোদোষে দোষিত কিবতা লিখে কবিরা সফল হচ্ছে,
তবে বেশির ভাগ অভাগা, ওরা... বাকিটুকু পড়ুন